Ajker Patrika

ঋণ না পেয়েও সফল মজিদ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ঋণ না পেয়েও সফল মজিদ

দিনাজপুরের ফুলবাড়ীতে মাছ চাষ এবং মুরগি ও গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন মো. আব্দুল মজিদ মণ্ডল। এসব ক্ষেত্র থেকে তাঁর বছরে ১০ লাখ টাকা আয় হচ্ছে। তাঁর খামারে কাজ করে গ্রামের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।

আব্দুল মজিদ ফুলবাড়ী পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের সাবেক কাউন্সিলর মৃত গেলাম মোস্তফার ছেলে। জানা গেছে, বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পড়ে মজিদের কাঁধে। এরপর সংসার চালাতে তিনি তাঁর বাবার রেখে যাওয়া কৃষিজমিতে মাছের ঘের, গরু ও মুরগির খামার করেন। এ ছাড়া নিজের মালিকানায় তিনি একটি সেচপাম্প বসিয়েছেন।

মজিদের খামারে গিয়ে দেখা গেছে, ফুলবাড়ী পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের পাশে পাঁচ একর জমিতে গড়ে তুলেছেন মাইশা ডেইরি ফার্ম ও সিজান পোলট্রি ফার্ম নামের দুটি খামার। এই খামারের সঙ্গে রয়েছে দুটি পুকুর, সেখানে ছাড়া রয়েছে দেশি জাতের মাছ, শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দেওয়া এবং খামারসহ পুকুরের পানির প্রবাহ ঠিক রাখার জন্য ব্যক্তি মালিকানায় বসিয়েছেন একটি সেচপাম্প। খামারে কর্মরতদের রান্নার জন্য গরুর গোবর দিয়ে একটি বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন। খামারের চার পাশ দিয়ে চাষ করা হয়েছে সবজিসহ ভুট্টা ও ধান। ডেইরি ফার্মে রয়েছে ৫০টি গরু, পোলট্রি ফার্মে রয়েছে ১০ হাজার লেয়ার জাতের মুরগি।

আব্দুল মজিদ জানান, প্রতি বছর খামার থেকে তাঁর আয় হয় প্রায় আট থেকে ১০ লাখ টাকা। তাঁর খামারে এলাকার বেশ কিছু যুবকদের কর্মসংস্থানও হয়েছে। সেখানের নিয়মিত ও অনিয়মিত মিলে প্রায় ২০ জন কর্মচারী কাজ করেন। এ ছাড়া তিনি ফুলবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

আব্দুল মজিদ আরও জানান, তিনি লেখাপড়া শেষ করে ঢাকার নারায়নগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তাঁর। তাই চাকরি ছেড়ে প্রথমে যুব উন্নয়ন থেকে পশু পালনের ওপর প্রশিক্ষণ নেন। এরপর ঋণের জন্য বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও ঋণ না পেয়ে, চাকরিতে থাকাকালীন জমানো বেতনের ৭০ হাজার টাকা দিয়ে প্রথমে ছোট আকারে একটি পোলট্রি খামার শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত