সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর যানজট নিরসন, জলাবদ্ধতার সমাধান ও পর্যটন খাতকে এগিয়ে নিতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়কটি মাত্র সাড়ে ৮ কিলোমিটারের। ২০১৮ সালে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। ২০২০ সালের জুন নাগাদ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ৭ বছর ২ মাসে নির্মাণকাজ শেষ হয়েছে মাত্র ৪ কিলোমিটার সড়কের। বাকি আরও সাড়ে ৪ কিলোমিটার সড়কের কাজ।
তবে প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিও) নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ দাবি করেছেন, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ ভাগ। আগামী বছরের জুনে প্রকল্পের পুরো কাজ শেষ হবে।
সিডিএ থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে, ২ হাজার ৭৭৯ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকায় সম্পন্ন করা হবে প্রকল্পটি। ২০১৭ সালের জুলাই থেকে প্রকল্পের মেয়াদ গণনা শুরু হয়। ২০২০ সালের জুনে নির্মাণকাজ শেষ করার কথা। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু হয় ২০১৮ সালের অক্টোবরে। বাস্তবায়নে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। মূল অনুমোদিত ব্যয় ছিল ২ হাজার ২৭৫ কোটি ৫২ লাখ টাকা। পরে প্রথম ও দ্বিতীয় সংশোধনীতে প্রকল্প ব্যয় বেড়ে যায়। এরপর প্রকল্প বাস্তবায়নে শুধু সময় বাড়ানো হয়েছে। কিন্তু কাজ আর শেষ হয়নি।
প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, কর্ণফুলীর তীর ঘেঁষে চাক্তাই, রাজাখালী, ইস্পাহানি খালের পাশের এলাকায় মাটি ভরাট করে সড়ক নির্মাণ করা হয়েছে। বাকলিয়ার বলিরহাট, কল্পলোক এলাকার রাজাখালী খাল ও এর দুটি শাখা খাল, ফয়েজ খাল এবং নোয়াখালী খালের মুখে রেগুলেটর ও পাম্প হাউস স্থাপন করা হয়েছে। মানুষের হাঁটাচলার জন্য প্রকল্প ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণের কাজও প্রায় সম্পন্ন।
সিডিএর বিশেষ এ প্রকল্পটি শহর রক্ষা বাঁধ হিসেবেও কাজ করবে। বাঁধে শহরের পানি নিষ্কাশনের জন্য ১২টি স্লুইসগেট রয়েছে। এসব স্লুইসগেটে পানি নিষ্কাশনের জন্য পাম্প স্থাপন করা হবে। ১২টি স্লুইসগেটের মধ্যে ১০টির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ। বাকি দুটি ছোট স্লুইসগেটের নির্মাণকাজ চলতি বছরেই শেষ হবে বলে প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাশ জানিয়েছেন।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজি হাসান বিন শামস বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর বাকলিয়া-চান্দগাঁও-মোহরা এলাকার দৃশ্যপট পাল্টে যাবে। অল্প সময়ের মধ্যে কালুরঘাট থেকে চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকায় যাতায়াত করা যাবে। সড়ক অবকাঠামোর অভাবে কর্ণফুলীর তীরবর্তী যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেসব এলাকার জীবনমানের দ্রুত উন্নয়ন হবে। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধানেও ভূমিকা রাখবে এই প্রকল্প। তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে কিছুটা হলেও শহরে যানজটের লাগাম টানা সম্ভব হবে। নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠবে পর্যটন স্পট। অন্যদিকে এ সড়ক ঘেঁষে নগরীর চান্দগাঁও হামিদচরে নির্মিত হচ্ছে দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়। প্রকল্পে কালুরঘাট ভারী শিল্প এলাকার দিকে একটি সংযোগ সড়কও রাখা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন এই সড়ক হয়ে কালুরঘাট এলাকায় পৌঁছার সুযোগ পাবে।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণ সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজিব দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘বাস্তবায়নের প্রথম দিকে চার কিলোমিটারের ওয়াকওয়েসহ আরও কয়েকটি বিষয় ছিল না। এ কারণে প্রকল্পে পরিবর্তন আনতে হয়েছে। একই সঙ্গে বাজেটও বাড়াতে হয়েছে। আর ২০২০ সালের মাঝামাঝি থেকে ২০২১ ও ২০২২ সাল পর্যন্ত করোনা মহামারি প্রকল্পের কাজ থমকে দেয়।’
চট্টগ্রাম নগরীর যানজট নিরসন, জলাবদ্ধতার সমাধান ও পর্যটন খাতকে এগিয়ে নিতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়কটি মাত্র সাড়ে ৮ কিলোমিটারের। ২০১৮ সালে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। ২০২০ সালের জুন নাগাদ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ৭ বছর ২ মাসে নির্মাণকাজ শেষ হয়েছে মাত্র ৪ কিলোমিটার সড়কের। বাকি আরও সাড়ে ৪ কিলোমিটার সড়কের কাজ।
তবে প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিও) নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ দাবি করেছেন, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ ভাগ। আগামী বছরের জুনে প্রকল্পের পুরো কাজ শেষ হবে।
সিডিএ থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে, ২ হাজার ৭৭৯ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকায় সম্পন্ন করা হবে প্রকল্পটি। ২০১৭ সালের জুলাই থেকে প্রকল্পের মেয়াদ গণনা শুরু হয়। ২০২০ সালের জুনে নির্মাণকাজ শেষ করার কথা। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু হয় ২০১৮ সালের অক্টোবরে। বাস্তবায়নে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। মূল অনুমোদিত ব্যয় ছিল ২ হাজার ২৭৫ কোটি ৫২ লাখ টাকা। পরে প্রথম ও দ্বিতীয় সংশোধনীতে প্রকল্প ব্যয় বেড়ে যায়। এরপর প্রকল্প বাস্তবায়নে শুধু সময় বাড়ানো হয়েছে। কিন্তু কাজ আর শেষ হয়নি।
প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, কর্ণফুলীর তীর ঘেঁষে চাক্তাই, রাজাখালী, ইস্পাহানি খালের পাশের এলাকায় মাটি ভরাট করে সড়ক নির্মাণ করা হয়েছে। বাকলিয়ার বলিরহাট, কল্পলোক এলাকার রাজাখালী খাল ও এর দুটি শাখা খাল, ফয়েজ খাল এবং নোয়াখালী খালের মুখে রেগুলেটর ও পাম্প হাউস স্থাপন করা হয়েছে। মানুষের হাঁটাচলার জন্য প্রকল্প ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণের কাজও প্রায় সম্পন্ন।
সিডিএর বিশেষ এ প্রকল্পটি শহর রক্ষা বাঁধ হিসেবেও কাজ করবে। বাঁধে শহরের পানি নিষ্কাশনের জন্য ১২টি স্লুইসগেট রয়েছে। এসব স্লুইসগেটে পানি নিষ্কাশনের জন্য পাম্প স্থাপন করা হবে। ১২টি স্লুইসগেটের মধ্যে ১০টির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ। বাকি দুটি ছোট স্লুইসগেটের নির্মাণকাজ চলতি বছরেই শেষ হবে বলে প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাশ জানিয়েছেন।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজি হাসান বিন শামস বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর বাকলিয়া-চান্দগাঁও-মোহরা এলাকার দৃশ্যপট পাল্টে যাবে। অল্প সময়ের মধ্যে কালুরঘাট থেকে চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকায় যাতায়াত করা যাবে। সড়ক অবকাঠামোর অভাবে কর্ণফুলীর তীরবর্তী যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেসব এলাকার জীবনমানের দ্রুত উন্নয়ন হবে। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধানেও ভূমিকা রাখবে এই প্রকল্প। তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে কিছুটা হলেও শহরে যানজটের লাগাম টানা সম্ভব হবে। নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠবে পর্যটন স্পট। অন্যদিকে এ সড়ক ঘেঁষে নগরীর চান্দগাঁও হামিদচরে নির্মিত হচ্ছে দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়। প্রকল্পে কালুরঘাট ভারী শিল্প এলাকার দিকে একটি সংযোগ সড়কও রাখা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন এই সড়ক হয়ে কালুরঘাট এলাকায় পৌঁছার সুযোগ পাবে।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণ সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজিব দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘বাস্তবায়নের প্রথম দিকে চার কিলোমিটারের ওয়াকওয়েসহ আরও কয়েকটি বিষয় ছিল না। এ কারণে প্রকল্পে পরিবর্তন আনতে হয়েছে। একই সঙ্গে বাজেটও বাড়াতে হয়েছে। আর ২০২০ সালের মাঝামাঝি থেকে ২০২১ ও ২০২২ সাল পর্যন্ত করোনা মহামারি প্রকল্পের কাজ থমকে দেয়।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে