বরিশালে মঙ্গল শোভাযাত্রা তিন ভাগে, মিশ্র প্রতিক্রিয়া

খান রফিক, বরিশাল
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ০৭: ০২
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১১: ৫০

বাংলা নববর্ষ বরণে বরিশাল নগরে এবার তিন ভাগে হতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা, উদীচী ও বরিশাল নাটক এবং জেলা প্রশাসন পৃথকভাবে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। সংস্কৃতিপ্রেমীরা জানান, নব্বইয়ের দশকে নগরে বর্ণাঢ্য আয়োজনে একটিমাত্র মঙ্গল শোভাযাত্রা হতো। কিন্তু নানা মতপার্থক্যে মঙ্গল শোভাযাত্রায় বিভক্তি ঘটে।

২০১৬ সালে সংস্কৃতজন এস এম ইকবাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি থাকাকালে পয়লা বৈশাখে একটিমাত্র মঙ্গল শোভাযাত্রা করার উদ্যোগ নেন। কিন্তু তা সফলতার মুখ দেখেনি। এস এম ইকবাল বলেন, ‘বিএম স্কুল থেকে শোভাযাত্রা শুরু হয়ে বরিশাল কলেজে শেষ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চারুকলা তা মানল না।’

বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী জানান, একাধিকবার বসা হলেও সমঝোতা হয়নি।

বরিশাল চারুকলার সংগঠক সুভাস দাস নিতাই বলেন, ‘চার-পাঁচ বছর আগে সমন্বয় পরিষদ উদ্যোগ নিয়েছিল সমঝোতা করার। নগরে একটা মঙ্গল শোভাযাত্রা হোক, এটা অনেকেই চেয়েছিলেন। শর্ত সাপেক্ষে আমরাও চেয়েছিলাম। চারুকলাই মঙ্গল শোভাযাত্রা করত। উদীচী করত বৈশাখী মেলা। কিন্তু উদীচী ও বরিশাল নাটক বহুজাতিক কোম্পানির সহায়তায় মঙ্গল শোভাযাত্রা শুরু করে। মূলত এর জন্যই আলাদাভাবে হচ্ছে শোভাযাত্রা।’

তবে বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ বলেন, সম্মিলিতভাবে মঙ্গল শোভাযাত্রা হওয়া উচিত—এটাই সমন্বয় পরিষদ চেয়েছে। কিন্তু মতানৈক্যের কারণে ওটা হওয়ার নয়।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল বলেন, মূলত নব্বইয়ের দশক থেকে মঙ্গল শোভাযাত্রা উদীচীর অর্থায়নে চারুকলার মাধ্যমে শুরু হয়। পরে চারুকলা এককভাবেই করে।

বরিশাল চারুকলার আয়োজকদের তথ্যমতে, পয়লা বৈশাখে মঙ্গলসংগীতের পর শিশুদের হাতে রাখি পরিয়ে বৈশাখ উৎসবের সূচনা হবে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পর শুরু হবে মঙ্গল শোভাযাত্রা।

উদীচী ও বরিশাল নাটকের উদ্যোগে সকাল ৯টায় নগরে বের হবে মঙ্গল শোভাযাত্রা।

এদিকে নববর্ষকে বরণ করতে বরিশাল জেলা প্রশাসনও সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল সার্কিট হাউস পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত