Ajker Patrika

মনোবল হারাচ্ছেন না তাসকিন-শরীফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৩: ১০
মনোবল হারাচ্ছেন না তাসকিন-শরীফুল

নিজেকে নতুন রূপে চেনাতে শুরু করেছিলেন তাসকিন আহমেদ। গত এক বছরে ধারাবাহিক দুর্দান্ত খেলা ২৭ বছর বয়সী পেসারের চোখে যখন আরও বড় কিছুর স্বপ্ন, তখনই আবারও ধাক্কা দিল সেই পুরোনো ‘শত্রু’ চোট। কাঁধের চোটে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফেরা তাসকিন আগামী মাসে ঘরের মাঠে হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছে। গতকাল জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

তাসকিনের মতো একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন শরীফুল ইসলামও। গত এক বছরে তরুণ বাঁহাতি পেসার যখন জাতীয় দলে নিজের জায়গা প্রতিষ্ঠা করছিলেন, তখনই পেলেন চোটাঘাত। তিনিও তাসকিনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফিরেছেন। শরীফুল পায়ের গোড়ালির চোট কাটিয়ে উঠলেও তাঁর অন্য একটি শারীরিক সমস্যার কারণে লাগবে অস্ত্রোপচার। শ্রীলঙ্কা সিরিজ খেলার আশা বাদ দিয়ে তাসকিন-শরীফুল—দুজনই আছেন চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায়।

তাসকিনের কাঁধের চোট গুরুতর হওয়ায় তারকা পেসারকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য চোট সারাতে তাঁর অস্ত্রোপচার লাগবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তাসকিন অবশ্য আশাবাদী, অস্ত্রোপচার ছাড়াই সেরে উঠবেন তিনি। আর ক্যারিয়ারে এত চোটাঘাতের সঙ্গে লড়েছেন, এখন আর এসব ধাক্কায় বিচলিত হন না তিনি। আড্ডাচ্ছলেই তাসকিন বলছিলেন, চোটে পড়লে খারাপ তো লাগেই। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটাকে স্বাভাবিকভাবেই দেখি। কারণ, কখনো ভালো সময় আসে। আবার চ্যালেঞ্জ আসে। একই কথা প্রতিধ্বনিত হলো শরীফুল ইসলামের কণ্ঠেও, এখানে মন খারাপের কিছু নেই। পেশাদার ক্রিকেটারদের এসব হবেই। এখান থেকে কত দ্রুত সেরে ওঠা যায়, সেটাই হচ্ছে কথা।

শ্রীলঙ্কা সিরিজে তাসকিন-শরীফুলকে যে পাওয়া যাচ্ছে না, সেটি তো জানাই হলো। কিন্তু সাকিব আল হাসান এই সিরিজ দিয়ে টেস্টে ফিরছেন কি না, সেটির উত্তর এখনো মেলেনি। দলের তারকা অলরাউন্ডার এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রে। তাঁকে পাওয়া-না পাওয়া নিয়ে জালাল ইউনুস গতকাল মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘দুই-এক দিনের মধ্যে সাকিবের কাছ থেকেই জানতে (খেলা-না খেলা) পারব। যেহেতু কিছুদিন আগে তার শাশুড়ি মারা গেছেন, সে ব্যক্তিগত সমস্যার মধ্যে ছিল। তাঁর পারিবারিক সমস্যা সমাধান হলে তাঁকে পেতে পারি।’ দক্ষিণ আফ্রিকা সিরিজের পর মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চিন্তা নেই বিসিবির, সেটিও জানিয়েছেন জালাল ইউনুস।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একটু ওপরে উঠতে এই সিরিজে পাখির চোখে দেখছে বাংলাদেশ। শক্তিমত্তায় কাছাকাছি, খেলাটা আবার নিজেদের মাঠে—গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়ার দারুণ এক সুযোগ মুমিনুলদের সামনে। এই সিরিজ সামনে রেখে আগামী ৮ মে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ক্যাম্প শুরুর একদিন আগেই দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফরা। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের প্রাথমিক দল চূড়ান্ত করছেন নির্বাচকেরা। কদিনের মধ্যেই দল জানিয়ে দেবে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত