Ajker Patrika

ধানখেতের সঙ্গে শত্রুতা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ধানখেতের সঙ্গে শত্রুতা

নীলফামারীর ডোমারে আগাছানাশক ছিটিয়ে প্রায় এক একর জমির আমন ধানখেত নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার জমির মালিক হাফিজুল ইসলাম জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাজিপাড়া এলাকার হাফিজুলের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে খোকা ডাক্তারপাড়ায় এক একর জমি রয়েছে। এটি ওই এলাকার মান বাদশা বর্গা নিয়ে চাষাবাদ করতেন। তবে এবার আমন মৌসুমে হাফিজুল নিজেই ধান চাষ করেন। সেখানে সব জমি ভালো থাকলেও শুধু হাফিজুলের খেত নষ্ট হয়ে গেছে। তাঁর দাবি, আগের বর্গাচাষি বাদশা শত্রুতা করে জমিতে আগাছানাশক ছিটিয়ে দিয়েছেন।

তবে বাদশা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন কৃষক। আমি কখনো ধানখেত নষ্ট করতে পারি না। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’খেত নষ্ট হওয়ার বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দুলাল মিয়া বলেন, ‘এটা কোনো অসুখ না। হয়তো কেউ শত্রুতা করে ধানখেতে আগাছানাশক স্প্রে করে গাছ নষ্ট করেছেন। ল্যাবে পরীক্ষা করলে আসল বিষয় জানা যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত