Ajker Patrika

দিল্লিতে চাঁদনীর নৃত্য পরিবেশন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৩, ০৮: ৪৭
দিল্লিতে চাঁদনীর নৃত্য পরিবেশন

রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে নৃত্য পরিবেশন করতে দিল্লিতে গিয়েছেন মেহবুবা মাহনূর চাঁদনী। সৃষ্টি কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে গতকাল নৃত্য পরিবেশন করেন তিনি। একই অনুষ্ঠানে আজকেও পারফর্ম করবেন চাঁদনী। অনুষ্ঠানটি নিয়ে চাঁদনী বলেন, ‘নাচ আমার খুব প্রিয়। দুই কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ।’

মাঝে অনেকটা সময় শোবিজ থেকে দূরে থাকলেও এখন নিয়মিত কাজ করছেন চাঁদনী। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে নির্ঝর চৌধুরীর কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা গান ‘পরদেশী মেঘ’। সেই গানের ভিডিওতে ছিল চাঁদনীর কণ্ঠের আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। গানের শুরুতেই চাঁদনীর কণ্ঠের আবৃত্তি ও নৃত্য মুগ্ধ করে শ্রোতা-দর্শককে।

নাচের পাশাপাশি অভিনয়েও নিয়মিত সময় দেওয়ার চেষ্টা করছেন চাঁদনী। হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘ফ্যামিলি ডিসটেন্স’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এ ছাড়া প্রচারের অপেক্ষায় আছে চাঁদনী অভিনীত আরও একটি ধারাবাহিক নাটক ‘এক্সট্রা হানিমুন’। এটি পরিচালনা করেছেন তুষার খান। পরদেশী মেঘে পারফর্মেন্স, অভিনয় ও নাচ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘পরদেশী মেঘ গানে আবৃত্তি এবং নাচ করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। পুরো টিমটা বেশ গুছানো ছিল।

তাই আবৃত্তি ও নাচ—দুটোই বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে পেরেছি। আর অভিনয় তো আমি করতেই চাই। ভালো গল্প, ভালো চরিত্র পেলে আমারও আগ্রহ থাকে কাজ করার। দুটি ধারাবাহিকে নিয়মিত হয়েছি। দুটিরই গল্প ভালো, আমার চরিত্র নিয়েও আমি সন্তুষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত