স্বৈরাচারবিরোধী নাটক ‘রাজা অনুস্বরের পালা’

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ১৩: ৫৩

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘রাজা অনুস্বরের পালা’। শাহজাহান শাহ দ্বিতীয় নাট্যোৎসবের প্রথম নাটক হিসেবে গত শনিবার সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। নবরূপীর প্রযোজনায় ও মমতাজউদদীন আহমদের রচনায় এর নির্দেশনায় ছিলেন শামীম রাজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘প্রখ্যাত নাট্যকার মমতাজউদদীন আহমদ রচিত রাজা অনুস্বরের পালা নাটকে তৎকালীন সমাজচিত্র তুলে ধরা হয়েছে। রাজার স্বৈরাচারী কর্মকাণ্ড ও প্রজাদের অমানবিক শোষণ-নিপীড়নের স্পষ্ট প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। অবশেষে নাটকে ‘যেমন কর্ম-তেমন ফল’ হিসেবে প্রজা বিদ্রোহের মুখে ধ্বংসপ্রাপ্ত হয় রাজপ্রাসাদ। অসম্পূর্ণ পিপাসা নিয়ে প্রাণত্যাগ করেন রাজা। সব অমানবিকতা কাটিয়ে অবশেষে মানবতার জয় হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত