শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘জেব্রা, বাঘ ও সিংহী মৃত্যুর সঙ্গে কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর সঙ্গে কারও কোনো ইন্ধন থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর পেছনে কে কে জড়িত, তাও খুঁজে বের করা হবে।’
গতকাল রোববার গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব।’
পার্ক পরিদর্শন শেষে পরিদর্শন শেষে বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘পার্কের প্রাণীগুলোকে হৃষ্টপুষ্ট মনে হয়েছে। তবে পার্কে বর্তমানে একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ আছে। প্রাণী মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্ত করবে এবং তদন্ত শেষে তদন্ত কমিটিকে তা জমা দেবে।
এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘প্রথম নয়টি জেব্রা মৃত্যুর খবর মন্ত্রণালয়কে জানায়নি পার্ক কর্তৃপক্ষ। বিষয়টি খুবই দুঃখজনক মনে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য মন্ত্রণালয় সজাগ রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, সাফারি পার্কের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।
বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘জেব্রা, বাঘ ও সিংহী মৃত্যুর সঙ্গে কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর সঙ্গে কারও কোনো ইন্ধন থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর পেছনে কে কে জড়িত, তাও খুঁজে বের করা হবে।’
গতকাল রোববার গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব।’
পার্ক পরিদর্শন শেষে পরিদর্শন শেষে বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘পার্কের প্রাণীগুলোকে হৃষ্টপুষ্ট মনে হয়েছে। তবে পার্কে বর্তমানে একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ আছে। প্রাণী মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্ত করবে এবং তদন্ত শেষে তদন্ত কমিটিকে তা জমা দেবে।
এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘প্রথম নয়টি জেব্রা মৃত্যুর খবর মন্ত্রণালয়কে জানায়নি পার্ক কর্তৃপক্ষ। বিষয়টি খুবই দুঃখজনক মনে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য মন্ত্রণালয় সজাগ রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, সাফারি পার্কের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে