ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
দুপুরের সূর্য তখন পশ্চিম দিকে হেলতে শুরু করেছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর বুকে বইছে মৃদু হিমেল হাওয়া। নদীটির তীরে সীতাঘাট মন্দিরসংলগ্ন এলাকায় বইঠা হাতে দেখা মিলল ষাটোর্ধ্ব এক নারীর। যাত্রীর অপেক্ষায় রয়েছেন তিনি। তিন বছর ধরে কর্ণফুলীর এ ঘাটে যাত্রী পারাপার করেন তিনি।
নৌকা চালিয়ে জীবনসংগ্রামে এগিয়ে চলা এ নারীর নাম সাফিয়া খাতুন। শিলছড়ি সীতাঘাট এলাকার বাসিন্দা তিনি। আগে এ কাজ করতেন তাঁর স্বামী আবুল কাশেম। তিন বছর আগে কাশেমের মৃত্যুর পর নৌকার সঙ্গে সংসারের হালও ধরতে হয় সাফিয়ার।
তবে সাফিয়ার সংসারে অভাব যেন নিত্যসঙ্গী। তিনি জানালেন, চার মেয়ে এবং এক ছেলে তাঁর। তাঁদের মধ্যে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। আর ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকেন। এক মেয়েকে নিয়ে আছেন সাফিয়া।
অনেকটা আক্ষেপের সুরেই সাফিয়া বললেন, ‘এই বুড়া বয়সেও সংসারের বোঝা বয়ে যাচ্ছি। অসুস্থ শরীর নিয়ে আর পারছি না এই বোঝা টানতে।’
গতকাল সোমবার কর্ণফুলীর তীরে অনেকক্ষণ অপেক্ষার পরও কোনো যাত্রী পাননি সাফিয়া। আলাপের একপর্যায়ে তিনিই জানালেন এর কারণ। বলেন, ‘শুধু সীতাঘাটে মা সীতামন্দিরে ধর্মীয় উৎসবের সময় যাত্রী পারাপার বেশি হয়। তখন গড়ে ৩০০-৫০০ টাকা আয় হয়। উৎসব না থাকলে দিনে ১০০-২০০ টাকা নিয়েই খুশি থাকতে হয়। কোনো দিন আবার এক টাকাও ইনকাম হয় না।’
সাফিয়াকে সহায়তার আশ্বাস দিয়ে ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সরোয়ার।
দুপুরের সূর্য তখন পশ্চিম দিকে হেলতে শুরু করেছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর বুকে বইছে মৃদু হিমেল হাওয়া। নদীটির তীরে সীতাঘাট মন্দিরসংলগ্ন এলাকায় বইঠা হাতে দেখা মিলল ষাটোর্ধ্ব এক নারীর। যাত্রীর অপেক্ষায় রয়েছেন তিনি। তিন বছর ধরে কর্ণফুলীর এ ঘাটে যাত্রী পারাপার করেন তিনি।
নৌকা চালিয়ে জীবনসংগ্রামে এগিয়ে চলা এ নারীর নাম সাফিয়া খাতুন। শিলছড়ি সীতাঘাট এলাকার বাসিন্দা তিনি। আগে এ কাজ করতেন তাঁর স্বামী আবুল কাশেম। তিন বছর আগে কাশেমের মৃত্যুর পর নৌকার সঙ্গে সংসারের হালও ধরতে হয় সাফিয়ার।
তবে সাফিয়ার সংসারে অভাব যেন নিত্যসঙ্গী। তিনি জানালেন, চার মেয়ে এবং এক ছেলে তাঁর। তাঁদের মধ্যে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। আর ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকেন। এক মেয়েকে নিয়ে আছেন সাফিয়া।
অনেকটা আক্ষেপের সুরেই সাফিয়া বললেন, ‘এই বুড়া বয়সেও সংসারের বোঝা বয়ে যাচ্ছি। অসুস্থ শরীর নিয়ে আর পারছি না এই বোঝা টানতে।’
গতকাল সোমবার কর্ণফুলীর তীরে অনেকক্ষণ অপেক্ষার পরও কোনো যাত্রী পাননি সাফিয়া। আলাপের একপর্যায়ে তিনিই জানালেন এর কারণ। বলেন, ‘শুধু সীতাঘাটে মা সীতামন্দিরে ধর্মীয় উৎসবের সময় যাত্রী পারাপার বেশি হয়। তখন গড়ে ৩০০-৫০০ টাকা আয় হয়। উৎসব না থাকলে দিনে ১০০-২০০ টাকা নিয়েই খুশি থাকতে হয়। কোনো দিন আবার এক টাকাও ইনকাম হয় না।’
সাফিয়াকে সহায়তার আশ্বাস দিয়ে ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সরোয়ার।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে