Ajker Patrika

স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল স্ত্রীর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৭
স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল স্ত্রীর

চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় স্বামীর মো. জাহাঙ্গীরের লাঠির আঘাতে রিজিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ছুনিমিজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে তাঁর দেবর মো. আলমগীর আহত হন। অভিযুক্ত স্বামী মো. জাহাঙ্গীর জোরারগঞ্জ থানা হেফাজতে আছেন।

স্থানীয়দের বরাতে জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, মো. জাহাঙ্গীরের সঙ্গে পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁর ভাইদের বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে তাঁর ছোট ভাই আলমগীর ঢাকায় অবস্থানরত তাঁর ভাতিজা হারুন রশীদের মোবাইল ফোন নম্বর তাঁর মা রিজিয়ার কাছ থেকে নেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর লাঠি দিয়ে স্ত্রী রিজিয়া বেগমের পিঠে ও ঘাড়ে আঘাত করেন। এতে রিজিয়া বেগম সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধারে দেবর আলমগীর ও মিলন এগিয়ে গেলে জাহাঙ্গীর তাঁদেরও মারধর করেন।

পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন রিজিয়া বেগমকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রিজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

গতকাল সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে রিজিয়া বেগমের মরদেহ তাঁর বাবার বাড়িতে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, ‘রাতে জাহাঙ্গীরের স্ত্রীকে মারধরের খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে প্রতিবেশীদের সহায়তায় রিজিয়া বেগমকে মস্তাননগর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত