‘আত্মসমর্পণ করলে চাকরি দেওয়া হবে দস্যুদের’

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯: ১০
Thumbnail image

’যেসব বন ও জলদস্যু নতুন করে ভুল পথে পা বাড়িয়েছেন, তাঁদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে এবং তাঁদেরকে বেসরকারি ও ছেলে-মেয়েদের সরকারি (পুলিশ কনস্টেবল) চাকরি করার সুবিধা দেওয়া হবে।

গতকাল শনিবার দুপুরে মোংলার দিগরাজ বাজারে এক মতবিনিময় সভায় বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব কথা বলেন। 
সুন্দরবনের মৎস্য, কাঁকড়া শিকারি, জেলে ও আত্মসমর্পণ করা দস্যুদের সঙ্গে আইনশৃঙ্খলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কে এম আরিফুল হক আরও বলেন, আত্মসমর্পণ করা সাবেক দস্যুদের মধ্যে কেউ কেউ আবার নতুন করে সুন্দরবনে অপতৎপরতা চালাচ্ছে। তাদের জন্য পরিষ্কার বার্তা হলো, অপরাধী যে-ই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে। যার পরিণতিও হবে ভয়াবহ। সুতরাং নতুন করে অপরাধে না জড়িয়ে আত্মসমর্পণ ও পুনর্বাসনের সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দাদন ও মহাজন ব্যবসা আইনগত বেআইনি। এটা যাঁরা করেন, তাঁরাও সতর্ক ও ভালো পথে চলে আসেন। যাঁরা দাদন দেন ও মহাজনি করেন, তারাই দস্যুদের লালনপালন ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন। এ নিয়েও কাজ করছে পুলিশ। যাঁরা এসব করছেন তাঁদেরকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।  

মতবিনিময় সভায় বন নির্ভরশীল জনগোষ্ঠীরা হয়রানি, চাঁদাবাজি ও নৈরাজ্যের কথা তুলে ধরলে তা বন বিভাগসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নিরসনের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত