বিনোদন প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের চেয়ারে বসা হলো না নিপুণ আক্তারের। মাত্র ১৬ ভোটের ব্যবধানে ডিপজলের কাছে হেরেছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। অন্যদিকে একই প্যানেল থেকে নির্বাচন করা মিশা সওদাগর সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি হারিয়েছেন মাহমুদ কলিকে। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে অনেকে মনে করেছিলেন, এবারও নির্বাচন-পরবর্তী সময়ে তৈরি হবে বিতর্ক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলেন পরাজিত প্রার্থী নিপুণ। বিগত কয়েক বছরের শিল্পী সমিতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে যা এক বিরল দৃশ্য।
মিশা-ডিপজল প্যানেলের জয়জয়কার
২০২৪-২৬ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজল পেয়েছেন ২২৫ ভোট, বিপরীতে নিপুণ পেয়েছেন ২০৯ ভোট। সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেলের মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। সব মিলিয়ে ২১টি পদের মধ্যে ১৮টি পদে জয় পেয়েছে মিশা-ডিপজল প্যানেল। এবারের মোট ভোটার ছিল ৫৭০ জন, ভোট দিয়েছেন ৪৭৫ জন।
মিশা ও ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করলেন নিপুণ
গতবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর জায়েদ খানের কাছে পরাজয় মেনে নিতে পারেননি নিপুণ। আপিল বোর্ডের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এমনকি গিয়েছিলেন আদালতেও। এবার দেখা গেল ভিন্ন চিত্র। পরাজয় মেনে নিয়ে মিশা সওদাগর ও ডিপজলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এই অভিনেত্রী। ভোটারদেরও জানিয়েছেন কৃতজ্ঞতা।
সর্বোচ্চ ভোট পেয়েছেন আলেকজান্ডার বো
সবচেয়ে বেশি ভোট পেয়ে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো। তিনি পেয়েছেন ২৮৬ ভোট। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মারুফ আকিব পেয়েছেন ১৪৯ ভোট। নারী শিল্পীদের মধ্যে সর্বোচ্চ ২৬৩ ভোট পেয়েছেন রত্না কবির।
ফল প্রকাশে বিলম্ব
প্রতিবারই শিল্পী সমিতি নির্বাচনে ফল প্রকাশের বিলম্ব নিয়ে সমালোচনা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ১৯ এপ্রিল শুক্রবার বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হলেও ভোট গণনা শুরু হয় রাত ৮টার পর। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ফল প্রকাশ করেন শনিবার সকাল ৭টার দিকে।
শেষবেলায় তারকাদের ভিড়
সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের আগপর্যন্ত নির্বাচন ছিল একেবারে ঢিলেঢালা। দুপুরের পর থেকে বাড়তে থাকতে ভোটারদের উপস্থিতি। তারকা অভিনয়শিল্পীদের বেশির ভাগ শেষ বেলায় এসেছেন নিজেদের সংগঠনের নেতা নির্বাচন করতে। এ তালিকায় ছিলেন সুচন্দা, ববিতা, চম্পা, শাবনূর, আমিন খান, কাজী মারুফ, অনন্ত জলিল, মাহি, পরীমণি প্রমুখ।
কড়া নিরাপত্তা নিয়ে নাখোশ
এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেশ লক্ষণীয়। তারকাশিল্পীদেরও ঢুকতে হয়েছে পাশ নিয়ে। বিশৃঙ্খলা এড়াতেই এমন ব্যবস্থা বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে শিল্পীদের নির্বাচনে নিরাপত্তার কড়াকড়ি নিয়ে খুশি ছিলেন না অনেক শিল্পী। বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।
ভোট দিতে আসেননি যাঁরা
ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় অনেক তারকাশিল্পী ভোট দিতে আসেননি। এ তালিকায় আছেন মৌসুমী, বাপ্পারাজ, শাকিব খান, ফেরদৌস, পপি, অরুণা বিশ্বাস, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, সিয়াম, রেসি, বিপাশা কবির, সোহানা সাবা প্রমুখ।
দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের চেয়ারে বসা হলো না নিপুণ আক্তারের। মাত্র ১৬ ভোটের ব্যবধানে ডিপজলের কাছে হেরেছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। অন্যদিকে একই প্যানেল থেকে নির্বাচন করা মিশা সওদাগর সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি হারিয়েছেন মাহমুদ কলিকে। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে অনেকে মনে করেছিলেন, এবারও নির্বাচন-পরবর্তী সময়ে তৈরি হবে বিতর্ক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলেন পরাজিত প্রার্থী নিপুণ। বিগত কয়েক বছরের শিল্পী সমিতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে যা এক বিরল দৃশ্য।
মিশা-ডিপজল প্যানেলের জয়জয়কার
২০২৪-২৬ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজল পেয়েছেন ২২৫ ভোট, বিপরীতে নিপুণ পেয়েছেন ২০৯ ভোট। সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেলের মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। সব মিলিয়ে ২১টি পদের মধ্যে ১৮টি পদে জয় পেয়েছে মিশা-ডিপজল প্যানেল। এবারের মোট ভোটার ছিল ৫৭০ জন, ভোট দিয়েছেন ৪৭৫ জন।
মিশা ও ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করলেন নিপুণ
গতবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর জায়েদ খানের কাছে পরাজয় মেনে নিতে পারেননি নিপুণ। আপিল বোর্ডের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এমনকি গিয়েছিলেন আদালতেও। এবার দেখা গেল ভিন্ন চিত্র। পরাজয় মেনে নিয়ে মিশা সওদাগর ও ডিপজলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এই অভিনেত্রী। ভোটারদেরও জানিয়েছেন কৃতজ্ঞতা।
সর্বোচ্চ ভোট পেয়েছেন আলেকজান্ডার বো
সবচেয়ে বেশি ভোট পেয়ে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো। তিনি পেয়েছেন ২৮৬ ভোট। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মারুফ আকিব পেয়েছেন ১৪৯ ভোট। নারী শিল্পীদের মধ্যে সর্বোচ্চ ২৬৩ ভোট পেয়েছেন রত্না কবির।
ফল প্রকাশে বিলম্ব
প্রতিবারই শিল্পী সমিতি নির্বাচনে ফল প্রকাশের বিলম্ব নিয়ে সমালোচনা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ১৯ এপ্রিল শুক্রবার বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হলেও ভোট গণনা শুরু হয় রাত ৮টার পর। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ফল প্রকাশ করেন শনিবার সকাল ৭টার দিকে।
শেষবেলায় তারকাদের ভিড়
সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের আগপর্যন্ত নির্বাচন ছিল একেবারে ঢিলেঢালা। দুপুরের পর থেকে বাড়তে থাকতে ভোটারদের উপস্থিতি। তারকা অভিনয়শিল্পীদের বেশির ভাগ শেষ বেলায় এসেছেন নিজেদের সংগঠনের নেতা নির্বাচন করতে। এ তালিকায় ছিলেন সুচন্দা, ববিতা, চম্পা, শাবনূর, আমিন খান, কাজী মারুফ, অনন্ত জলিল, মাহি, পরীমণি প্রমুখ।
কড়া নিরাপত্তা নিয়ে নাখোশ
এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেশ লক্ষণীয়। তারকাশিল্পীদেরও ঢুকতে হয়েছে পাশ নিয়ে। বিশৃঙ্খলা এড়াতেই এমন ব্যবস্থা বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে শিল্পীদের নির্বাচনে নিরাপত্তার কড়াকড়ি নিয়ে খুশি ছিলেন না অনেক শিল্পী। বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।
ভোট দিতে আসেননি যাঁরা
ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় অনেক তারকাশিল্পী ভোট দিতে আসেননি। এ তালিকায় আছেন মৌসুমী, বাপ্পারাজ, শাকিব খান, ফেরদৌস, পপি, অরুণা বিশ্বাস, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, সিয়াম, রেসি, বিপাশা কবির, সোহানা সাবা প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে