Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় জমজমাট ধানের মোকাম

মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ২৩ মে ২০২৩, ০৯: ০৮
ব্রাহ্মণবাড়িয়ায় জমজমাট ধানের মোকাম

জমে উঠেছে হাওরাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। এটি মেঘনা নদীর আশুগঞ্জ বিওসি ঘাটে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট হিসেবে পরিচিত।

দেশের বিভিন্ন স্থান থেকে ট্রলারে ধান নিয়ে আসেন ব্যাপারী ও কৃষকেরা। বৈশাখ মাসের শুরু থেকে এই মোকামে নতুন ধান আসতে শুরু করে। ধান কাটার মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে ওঠে এই মোকাম।

এই মোকামে প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার মণ ধান বেচাকেনা হয়। তবে দিন যত এগিয়ে আসছে, ধানের কেনাবেচাও বাড়ছে। পাশাপাশি এবার অন্য মৌসুমের চেয়ে তুলনামূলকভাবে নতুন ধানের সরবরাহও বেশি।

জানা যায়, হাওরাঞ্চলে উৎপাদিত ধানের সবচেয়ে বড় হাট আশুগঞ্জ বিওসি ঘাটে বসে। প্রতিদিন শতাধিক ধানবোঝাই নৌকা ঘাটে ভেড়ে। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন নরসিংদী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার ধান এই মোকামে আসে। বৈশাখ মাসের প্রথম দিন থেকেই আশুগঞ্জ মেঘনাপাড়ের ধানের মোকামে নতুন ধান আসতে শুরু করেছে। ১০-১৫ দিন আগেও মোকামে কৃষক, ব্যাপারী আর আড়তদারেরা ভেজা ধান আনতেন; কিন্তু তাপমাত্রা বাড়ায় মোকামে শুকনা ধানের সরবরাহ বেড়েছে।

এই মোকামে ধান বিক্রি করতে আসা কৃষক ও ব্যাপারীরা জানান, মোকামে ব্রি-২৮ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ১৫০ থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা দরে। ব্রি-২৯ ধান প্রতি মণ ১ হাজার ৯০ থেকে সর্বোচ্চ ১ হাজার ১২০ এবং মোটা ধান ৯৬০ টাকা মণে বিক্রি হচ্ছে। অধিকাংশ ব্যাপারী জেলার বিভিন্ন হাওরাঞ্চলে গিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনে আশুগঞ্জ মেঘনাপাড়ের ঘাটে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। আবার কৃষকেরা সরাসরি এসেও বিক্রি করেন।

গত শনিবার সকালে ইটনা থেকে ধান নিয়ে আসা কৃষক হাতেম আলী বলেন, এবার ধানের বেচাকেনা ভালো। পাশাপাশি চাহিদাও আছে মোকামে। ব্যাপারী আলী হোসেন জানান, এবার বোরো মৌসুমে নতুন ধানের সরবরাহও বেশি। পাশাপাশি ধানের মূল্য পাওয়ায় কৃষকেরা ধান বিক্রি করছেন।

স্থানীয় পাইকার রফিকুল ইসলাম বলেন, হাওরে এবার ভালো ফলন হয়েছে। ফলে কৃষকেরা মূল্য পেয়ে ধান ছেড়ে দিচ্ছেন। জেলা ধান ব্যবসায়ী সমিতির সভাপতি জারু মিয়া বলেন, ধানের দাম ঊর্ধ্বগতি এবং চালের দাম নিম্নগতি। যে-ই সরকার ধান সংগ্রহের ঘোষণা দিয়েছে, হঠাৎ করেই দাম বেড়ে গেছে। তিনি আরও বলেন, প্রতিদিন মোকামে প্রায় ৮ কোটি টাকার ওপরে ধান বেচাকেনা হচ্ছে।

জেলা চাতালকল মালিক সমিতির সভাপতি বাবুল আহমেদ বলেন, এবার রোদ ভালো পাওয়ায় কৃষকেরা ধান শুকাতে পারছেন। কয়েক দিন আগেও ভেজা ধান বেচাকেনা হয়েছে; কিন্তু এখন শুকনা ধান আসছে। সরকার ধান সংগ্রহ করায় দাম বেড়েছে। কৃষকদের লাভবান করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত