Ajker Patrika

দিরাই আ.লীগের সম্মেলনে ইট ছোড়াছুড়ি, চেয়ার দিয়ে বর্ম বানালেন নেতারা

সুনামগঞ্জ প্রতিনিধি
দিরাই আ.লীগের সম্মেলনে ইট ছোড়াছুড়ি, চেয়ার দিয়ে বর্ম বানালেন নেতারা

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন।

সম্মেলনের দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। এর পরপরই স্থানীয় নেতাদের মঞ্চে ওঠাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হয়।

দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তাঁর বলয়ের নেতা-কর্মীদের নিয়ে মঞ্চের দিকে উঠতে গেলে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে গতকাল বেলা ১২টায় দিরাই উপজেলার বিএডিসি মাঠে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতারাসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে কেন্দ্রীয় ও জেলার নেতারা মঞ্চেই ছিলেন। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও ইট পাটকেলের আঘাতে মঞ্চে থাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রোমেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ তালুকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা আহত হয়েছেন।

 দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গতকাল দুপক্ষের সংঘর্ষ হয়সংঘর্ষ নিয়ন্ত্রণে আসার পর আবারও শুরু হয় সম্মেলনের কার্যক্রম। তবে কমিটি গঠন না করেই মঞ্চ ছেড়ে চলে যান কেন্দ্রীয় নেতারা।

দিরাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি নুরুল ইসলাম নাহিদ বলেন, এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার ‘বিশেষ বৈঠক’, ব্যাখ্যা চাইল সদর দপ্তর

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

নতুন বাহিনীর প্রস্তাবে অসন্তোষ বেবিচকে

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই–মেইল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত