Ajker Patrika

পরীক্ষাকেন্দ্রে উত্ত্যক্তের শিকার শিক্ষার্থীরা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
পরীক্ষাকেন্দ্রে উত্ত্যক্তের শিকার শিক্ষার্থীরা

রংপুরের কাউনিয়ায় চলমান এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া মেয়ে শিক্ষার্থীরা উত্ত্যক্তের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার নিজপাড়া আহমদিয়া বহুমুখী আলিম মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের কাছে ঘটনার বিস্তারিত শোনেন এবং কেন্দ্রসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষায় কাউনিয়ার ১৭টি মাদ্রাসার ৪২৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আলিম মাদ্রাসাকেন্দ্রে পরীক্ষা দেওয়া দুজন শিক্ষার্থী নাম প্রকাশ না করে জানায়, তারা গত সোমবার আকাইদ ও ফিকাহ্ বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করার সময় সামনে কিছু বহিরাগত যুবক তাদের নানাভাবে উত্ত্যক্ত করে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য অটোবাইকে ওঠার সময়ও তারা একই ঘটনার শিকার হয়। তখন তারা ভয়ে প্রতিবাদ করতে পারেনি।

শিক্ষার্থীরা পরে বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায়। তাঁরা বিষয়টি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে জানান।

আব্দুর রাজ্জাক বলেন, পরীক্ষাকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের উত্ত্যক্তের শিকার হওয়া দুঃখজনক। কেন্দ্রের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কেন্দ্রসচিবের। এখানে কিছুটা অবহেলা পরিলক্ষিত হয়েছে।

তবে নিজপাড়া আহমদিয়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব বদরুল আলম বলেন, তিনি আজকেই বিষয়টি শুনেছেন।

যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ বলেন, ঘটনার বিষয়ে কেন্দ্রসচিব তাঁকে কিছুই জানাননি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ইউএনও তাহমিনা তারিন বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের উত্ত্যক্তের ঘটনাটি আপনার মাধ্যমে এইমাত্র জানলাম। থানা-পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’ 
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনাটি জানার পর ওই কেন্দ্রে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে শিক্ষার্থীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত