আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলু উত্তোলন শুরু করেছেন কৃষকেরা। এবার প্রত্যাশার চেয়ে কম ফলন হয়েছে আলুর। এ ছাড়া দাম নিয়েও হতাশ তাঁরা। এ বছর মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে রোপণকৃত বীজ আলুর জমির ব্যাপক ক্ষতি হয়। এরপর দ্বিতীয়বার আবার আলু রোপণ করেন কৃষক। এতে আলু আবাদে জমিগুলো বেশি সময় না পাওয়ায় এবার আলুর ফলন কম এবং ছোট আকৃতির হয়েছে। এর ফলে আলু নিয়ে হতাশ কৃষকেরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কিছু জমিতে আলু উত্তোলন শুরু করেছেন কৃষকেরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে উত্তোলন শুরু হয়। এতে দেখা যায়, গতবারের চেয়ে এবার আলুর ফলন কম এবং পরিমাণের চেয়েও ছোট হয়েছে। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। এবারের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দাম বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা। এদিকে বর্তমান বাজারদর হিসেবে প্রতি মণ আলুর দাম ৬০০ থেকে ৬৫০ টাকা, যা কৃষকের উৎপাদনের খরচের চেয়ে অনেক কম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। তবে এ বছর ৯ হাজার ১৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর ২৫০ হেক্টর কম আবাদ হয়েছে।
গোবরদী গ্রামের কৃষক ইউপি সদস্য মো. ইয়াসিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এবার ৩০ বিঘা জমিতে আলু রোপণ করছি। দুইবারে আমার খরচ হয়েছে ২১ লাখ টাকার মতো। এবার যে পরিমাণ আলু হয়েছে, তাতে আমার এই টাকা উঠবে না। এই টাকা না উঠলে পথে বসে যাব।’
আরেক কৃষক মো. ইব্রাহিম বলেন, ‘এখন যে নতুন আলু জমি থেকে উঠছে সেগুলোর দাম ইতিমধ্যে ১৬ টাকা কেজিতে নেমে গেছে। এখন আলু বিক্রি করলে ১৫ টাকা দরে বিক্রি করতে হবে। কিন্তু এতে আমাদের অনেক টাকা ক্ষতি হবে। তাই সরকারের কাছে আলুর দাম বৃদ্ধির দাবি জানাচ্ছি।’
কৃষক মামুন বলেন, ‘জমিতে বেশির ভাগ আলুর আকার ছোট এবং অনেক দাউদ হয়েছে। তাই আলু ততটা ভালো না, বাজারে দাম ভালো পাওয়া যাবে না। এতে আমাদের অনেক ক্ষতি হবে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত বছরের চেয়ে এবার আশানুরূপ আলুর ফলন কম হয়েছে। তবে কৃষক যাতে ন্যায্য দাম পায়, সেই আশা করছি।
এ কর্মকর্তা বলেন, এবার মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে বীজ আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয়বার আলু রোপণ করার কারণে আলু আবাদের জমিগুলো বেশি সময় না পাওয়ায় এবার আলুর ফলন কম হচ্ছে এবং পরিমাণের চেয়েও ছোট আকৃতি হয়েছে আলু। তবে পুরো উপজেলার জমির আলু উঠলে বোঝা যাবে পরিমাণ কেমন হয়েছে। এখন মাত্র উত্তোলন শুরু করেছেন কৃষকেরা।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলু উত্তোলন শুরু করেছেন কৃষকেরা। এবার প্রত্যাশার চেয়ে কম ফলন হয়েছে আলুর। এ ছাড়া দাম নিয়েও হতাশ তাঁরা। এ বছর মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে রোপণকৃত বীজ আলুর জমির ব্যাপক ক্ষতি হয়। এরপর দ্বিতীয়বার আবার আলু রোপণ করেন কৃষক। এতে আলু আবাদে জমিগুলো বেশি সময় না পাওয়ায় এবার আলুর ফলন কম এবং ছোট আকৃতির হয়েছে। এর ফলে আলু নিয়ে হতাশ কৃষকেরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কিছু জমিতে আলু উত্তোলন শুরু করেছেন কৃষকেরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে উত্তোলন শুরু হয়। এতে দেখা যায়, গতবারের চেয়ে এবার আলুর ফলন কম এবং পরিমাণের চেয়েও ছোট হয়েছে। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। এবারের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দাম বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা। এদিকে বর্তমান বাজারদর হিসেবে প্রতি মণ আলুর দাম ৬০০ থেকে ৬৫০ টাকা, যা কৃষকের উৎপাদনের খরচের চেয়ে অনেক কম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। তবে এ বছর ৯ হাজার ১৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর ২৫০ হেক্টর কম আবাদ হয়েছে।
গোবরদী গ্রামের কৃষক ইউপি সদস্য মো. ইয়াসিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এবার ৩০ বিঘা জমিতে আলু রোপণ করছি। দুইবারে আমার খরচ হয়েছে ২১ লাখ টাকার মতো। এবার যে পরিমাণ আলু হয়েছে, তাতে আমার এই টাকা উঠবে না। এই টাকা না উঠলে পথে বসে যাব।’
আরেক কৃষক মো. ইব্রাহিম বলেন, ‘এখন যে নতুন আলু জমি থেকে উঠছে সেগুলোর দাম ইতিমধ্যে ১৬ টাকা কেজিতে নেমে গেছে। এখন আলু বিক্রি করলে ১৫ টাকা দরে বিক্রি করতে হবে। কিন্তু এতে আমাদের অনেক টাকা ক্ষতি হবে। তাই সরকারের কাছে আলুর দাম বৃদ্ধির দাবি জানাচ্ছি।’
কৃষক মামুন বলেন, ‘জমিতে বেশির ভাগ আলুর আকার ছোট এবং অনেক দাউদ হয়েছে। তাই আলু ততটা ভালো না, বাজারে দাম ভালো পাওয়া যাবে না। এতে আমাদের অনেক ক্ষতি হবে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত বছরের চেয়ে এবার আশানুরূপ আলুর ফলন কম হয়েছে। তবে কৃষক যাতে ন্যায্য দাম পায়, সেই আশা করছি।
এ কর্মকর্তা বলেন, এবার মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে বীজ আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয়বার আলু রোপণ করার কারণে আলু আবাদের জমিগুলো বেশি সময় না পাওয়ায় এবার আলুর ফলন কম হচ্ছে এবং পরিমাণের চেয়েও ছোট আকৃতি হয়েছে আলু। তবে পুরো উপজেলার জমির আলু উঠলে বোঝা যাবে পরিমাণ কেমন হয়েছে। এখন মাত্র উত্তোলন শুরু করেছেন কৃষকেরা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে