অনেক দিন পর কলকাতার সিনেমায় কাজ করছেন। কেমন লাগছে?
প্রায় পাঁচ বছর পর কলকাতার সিনেমায় কাজ করছি। নাম ‘মীর জাফর চ্যাপ্টার টু’। রানা সরকারের প্রযোজনায় অর্কদ্বীপ মল্লিক নাথ বানাচ্ছেন সিনেমাটি। সেই সিনেমার ফটোশুট করতেই কলকাতায় গিয়েছিলাম। আজ (গতকাল) দেশে ফিরেছি। বেশ বড় আয়োজনে সিনেমাটি হচ্ছে। আশা করছি কলকাতায় প্রত্যাবর্তনটা খুব ভালো হবে।
এই সিনেমার কাহিনি কী নিয়ে?
কলকাতার সাম্প্রতিক রাজনৈতিক চিত্রটাই উঠে আসবে সিনেমায়। এ ছাড়া সীমান্তে ঘটা গরু পাচার, চাল পাচারের মতো আলোচিত সংবাদগুলোও এসেছে এই সিনেমার চিত্রনাট্যে। নামে মীর জাফর হলেও সিনেমায় ঐতিহাসিক মীর জাফরের গল্প থাকবে না। এই সময়ের বিশ্বাসঘাতকদের নিয়েই ‘মীর জাফর চ্যাপ্টার টু’। এতে আমি মীর চরিত্রে অভিনয় করছি আর জাফর চরিত্রে আছেন সৌরভ দাস। আরও অভিনয় করছেন শ্রাবন্তী, প্রিয়াঙ্কা সরকার। এ ছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির চরিত্রে দেখা যাবে ফেরদৌস ভাইকে।
শুটিং শুরু হচ্ছে কবে?
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্যামেরা ওপেন হবে। সেভাবেই শিডিউল দেওয়া আছে।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় আপনার অভিনীত রিশান চরিত্রটি বেশ আলোচিত হয়েছে।
রিশান নিয়ে দারুণ সাড়া পেয়েছি। বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, মেসেজ দিয়ে, ফোন করে এখনো ভালোবাসা জানাচ্ছেন দর্শক। এটি বিশাল অর্জন আমার জন্য। ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির পর ডজনখানেক সিনেমার প্রস্তাব পেয়েছি। এর মধ্যে আটটি সিনেমা না করে দিয়েছি। আসলে ‘অপারেশন সুন্দরবন’ দেখার পর দর্শক আমার ওপর যে আস্থা খুঁজে পেয়েছেন, তা ভাঙতে চাই না।
আপনার অভিনীত নতুন সিনেমাগুলোর কী খবর?
সৈকত নাসিরের ‘পাপ’ শেষ হয়েছে। এ ছাড়া ‘করপোরেট’, ‘রিভেঞ্জ’, ‘প্রেম পুরাণ’, ‘বিট্রে’র অল্প কিছু কাজ বাকি। ‘জামদানি’ শেষের পথে। এর বাইরে জাকারিয়া মাসুদের একটি ওয়েব সিরিজ করছি। ‘লন্ডন লাভ’ সিনেমার শুটিং করতে আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে লন্ডনে যাওয়ার কথা রয়েছে।
সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। কোন মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
মাধ্যম নয়, গল্প ও চরিত্র আমার কাছে মুখ্য। আগে গল্প শুনে কাজে সম্মতি জানাতাম। কিন্তু এখন চিত্রনাট্য পড়ি, নির্মাতার সম্পর্কে জানার চেষ্টা করি। তারপর সিদ্ধান্ত নেই কাজটি করব কি না।
বিশ্বকাপ ফুটবল চলছে। কোন দলের সাপোর্ট করছেন?
আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে। এবার বিশ্বকাপের প্রথম খেলা দেখার পর প্রত্যাশাটা বেড়ে গেছে। আশা করছি এবারের শিরোপাটা নেইমারদের হাতেই উঠবে।
অনেক দিন পর কলকাতার সিনেমায় কাজ করছেন। কেমন লাগছে?
প্রায় পাঁচ বছর পর কলকাতার সিনেমায় কাজ করছি। নাম ‘মীর জাফর চ্যাপ্টার টু’। রানা সরকারের প্রযোজনায় অর্কদ্বীপ মল্লিক নাথ বানাচ্ছেন সিনেমাটি। সেই সিনেমার ফটোশুট করতেই কলকাতায় গিয়েছিলাম। আজ (গতকাল) দেশে ফিরেছি। বেশ বড় আয়োজনে সিনেমাটি হচ্ছে। আশা করছি কলকাতায় প্রত্যাবর্তনটা খুব ভালো হবে।
এই সিনেমার কাহিনি কী নিয়ে?
কলকাতার সাম্প্রতিক রাজনৈতিক চিত্রটাই উঠে আসবে সিনেমায়। এ ছাড়া সীমান্তে ঘটা গরু পাচার, চাল পাচারের মতো আলোচিত সংবাদগুলোও এসেছে এই সিনেমার চিত্রনাট্যে। নামে মীর জাফর হলেও সিনেমায় ঐতিহাসিক মীর জাফরের গল্প থাকবে না। এই সময়ের বিশ্বাসঘাতকদের নিয়েই ‘মীর জাফর চ্যাপ্টার টু’। এতে আমি মীর চরিত্রে অভিনয় করছি আর জাফর চরিত্রে আছেন সৌরভ দাস। আরও অভিনয় করছেন শ্রাবন্তী, প্রিয়াঙ্কা সরকার। এ ছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির চরিত্রে দেখা যাবে ফেরদৌস ভাইকে।
শুটিং শুরু হচ্ছে কবে?
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্যামেরা ওপেন হবে। সেভাবেই শিডিউল দেওয়া আছে।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় আপনার অভিনীত রিশান চরিত্রটি বেশ আলোচিত হয়েছে।
রিশান নিয়ে দারুণ সাড়া পেয়েছি। বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, মেসেজ দিয়ে, ফোন করে এখনো ভালোবাসা জানাচ্ছেন দর্শক। এটি বিশাল অর্জন আমার জন্য। ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির পর ডজনখানেক সিনেমার প্রস্তাব পেয়েছি। এর মধ্যে আটটি সিনেমা না করে দিয়েছি। আসলে ‘অপারেশন সুন্দরবন’ দেখার পর দর্শক আমার ওপর যে আস্থা খুঁজে পেয়েছেন, তা ভাঙতে চাই না।
আপনার অভিনীত নতুন সিনেমাগুলোর কী খবর?
সৈকত নাসিরের ‘পাপ’ শেষ হয়েছে। এ ছাড়া ‘করপোরেট’, ‘রিভেঞ্জ’, ‘প্রেম পুরাণ’, ‘বিট্রে’র অল্প কিছু কাজ বাকি। ‘জামদানি’ শেষের পথে। এর বাইরে জাকারিয়া মাসুদের একটি ওয়েব সিরিজ করছি। ‘লন্ডন লাভ’ সিনেমার শুটিং করতে আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে লন্ডনে যাওয়ার কথা রয়েছে।
সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। কোন মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
মাধ্যম নয়, গল্প ও চরিত্র আমার কাছে মুখ্য। আগে গল্প শুনে কাজে সম্মতি জানাতাম। কিন্তু এখন চিত্রনাট্য পড়ি, নির্মাতার সম্পর্কে জানার চেষ্টা করি। তারপর সিদ্ধান্ত নেই কাজটি করব কি না।
বিশ্বকাপ ফুটবল চলছে। কোন দলের সাপোর্ট করছেন?
আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে। এবার বিশ্বকাপের প্রথম খেলা দেখার পর প্রত্যাশাটা বেড়ে গেছে। আশা করছি এবারের শিরোপাটা নেইমারদের হাতেই উঠবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে