Ajker Patrika

ভোলায় ‘ভুয়া’ প্যাথলজিস্টের কারাদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৯: ৫৯
ভোলায় ‘ভুয়া’ প্যাথলজিস্টের কারাদণ্ড

ভোলার লালমোহনে এক ‘ভুয়া’ প্যাথলজিস্টকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকেলে লালমোহন উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। ডায়াগনস্টিক সেন্টারের মালিক কালমা ইউনিয়নের তরিকুল ইসলাম রনি।

জানা গেছে, উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই। সেখানে কয়েকজন চিকিৎসা কর্মকর্তার নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিলেও ওই সব চিকিৎসকেরা সেখানে বসেন না। লালমোহন হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন ও ডা. জংশেদ আলমের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে বড় করে বিজ্ঞাপন লাগানো আছে। অথচ তাঁদের দাবি, চিকিৎসা দিতে এই ডায়াগনস্টিক সেন্টারে বসেন না তাঁরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বলেন, ‘বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাঁদের কোনো অনুমোদন পাওয়া যায়নি। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মো. রহমান নামে একজনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারের ভুয়া প্যাথলজিস্ট। তাঁর কোনো কাগজপত্র নেই। রহমানের বাড়ি ভোলার কালিবাড়ি রোড।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত