সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মারামারির ঘটনায় এক প্রবাসীকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও তাঁর স্বজনেরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায়।
গত শুক্রবার নতুন ভাষানচর এলাকার মীর বংশ ও ব্যাপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোক্তার, হাবিবুল্লাহ, আলমগীর মীর, ওমর ফারুক, রমজান ব্যাপারীসহ উভয় পক্ষের সাতজন টেঁটাবিদ্ধ হন।
সেই ঘটনায় মীর বংশের রুকুল মীরের মেয়ে শারমিন আক্তার গত শনিবার রাতে ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নতুন ভাষানচর গ্রামের মৃত আবদুল আজিজ ব্যাপারীর ছেলে কুয়েতপ্রবাসী মেজবাহুল হক মেজুকে (৪০) আসামি করা হয়।
মামলার বিষয়ে মেজবাহুল হক মেজুর ভাই কামাল হোসেন ব্যাপারী বলেন, ‘আমার ভাই গত বছরের অক্টোবরে ছুটিতে দেশে এসেছিল এবং ছুটি কাটিয়ে ৯ ফেব্রুয়ারি কুয়েতে চলে গেছে। মেজবাহুল প্রবাসে চলে যাওয়ার আট দিন পর এলাকায় মারামারি হয়। তাকে সেই মারামারির মামলার ২১ নম্বর আসামি করা হয়েছে। কিন্তু কীভাবে এই মামলায় আমার ভাইকে জড়ানো হলো বুঝতে পারলাম না।’
মামলার বাদী শারমিন আক্তার বলেন, ‘মামলার পরে জানতে পেরেছি তিনি বিদেশে আছেন। আমাদের বাড়ির লোকজন বলেছেন ওই আসামির নাম কেটে দিতে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘জানতে পেরেছি আসামি মেজু বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। তবে আমরা আরও তদন্ত করছি, প্রবাসে থাকার বিষয়টি নিশ্চিত হতে পারলেই তাঁর নাম বাদ যাবে।’
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, যদি এ রকম নাম দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই মামলা থেকে তিনি অব্যাহতি পাবেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মারামারির ঘটনায় এক প্রবাসীকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও তাঁর স্বজনেরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায়।
গত শুক্রবার নতুন ভাষানচর এলাকার মীর বংশ ও ব্যাপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোক্তার, হাবিবুল্লাহ, আলমগীর মীর, ওমর ফারুক, রমজান ব্যাপারীসহ উভয় পক্ষের সাতজন টেঁটাবিদ্ধ হন।
সেই ঘটনায় মীর বংশের রুকুল মীরের মেয়ে শারমিন আক্তার গত শনিবার রাতে ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নতুন ভাষানচর গ্রামের মৃত আবদুল আজিজ ব্যাপারীর ছেলে কুয়েতপ্রবাসী মেজবাহুল হক মেজুকে (৪০) আসামি করা হয়।
মামলার বিষয়ে মেজবাহুল হক মেজুর ভাই কামাল হোসেন ব্যাপারী বলেন, ‘আমার ভাই গত বছরের অক্টোবরে ছুটিতে দেশে এসেছিল এবং ছুটি কাটিয়ে ৯ ফেব্রুয়ারি কুয়েতে চলে গেছে। মেজবাহুল প্রবাসে চলে যাওয়ার আট দিন পর এলাকায় মারামারি হয়। তাকে সেই মারামারির মামলার ২১ নম্বর আসামি করা হয়েছে। কিন্তু কীভাবে এই মামলায় আমার ভাইকে জড়ানো হলো বুঝতে পারলাম না।’
মামলার বাদী শারমিন আক্তার বলেন, ‘মামলার পরে জানতে পেরেছি তিনি বিদেশে আছেন। আমাদের বাড়ির লোকজন বলেছেন ওই আসামির নাম কেটে দিতে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘জানতে পেরেছি আসামি মেজু বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। তবে আমরা আরও তদন্ত করছি, প্রবাসে থাকার বিষয়টি নিশ্চিত হতে পারলেই তাঁর নাম বাদ যাবে।’
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, যদি এ রকম নাম দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই মামলা থেকে তিনি অব্যাহতি পাবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে