Ajker Patrika

ইউপি নির্বাচনে সংঘর্ষের শঙ্কা

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ৩৬
ইউপি নির্বাচনে সংঘর্ষের শঙ্কা

ধনবাড়ীতে শেষ সময়ে এসে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আগামী ১১ নভেম্বর সাত ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকেরা শিকার হয়েছেন হামলার। এ ছাড়া পোস্টার ছেঁড়া, প্রচারণায় বাধা, মাইক ছিনিয়ে নেওয়াসহ ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

এসব কারণে অনেক বিদ্রোহী প্রার্থী মামলা ও অভিযোগ করেছেন। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনবিধি লঙ্ঘনের দায়ে কয়েকজন প্রার্থীকে জরিমানাও করেছেন। নানা অপ্রীতিকর ঘটনার মধ্যেই শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সুষ্ঠু একটি নির্বাচনের দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে এ নির্বাচনে রয়েছে সংঘর্ষের আশঙ্কা।

সাত ইউনিয়নের মধ্যে ভোট ছাড়াই জয় পেয়েছেন তিনজন চেয়ারম্যান। বাকি চার ইউপিতে চেয়ারম্যান পদে ১৮ প্রার্থী নির্বাচনী প্রচার চালাচ্ছেন। মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

পাইস্কা ইউপির স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুল বলেন, আমার প্রচারণার মাইক ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেছে। পোস্টার ছেঁড়াসহ প্রচারে বাধা দিচ্ছে নৌকার কর্মীরা। একই অভিযোগ তোলেন আরশেদ আলী রাসু। তবে, নৌকার প্রার্থী আব্দুল মান্নান এসব অভিযোগ অস্বীকার করেন।

যদুনাথপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা, পোস্টার ছেঁড়া ও নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীরা। বিষয়টি অস্বীকার করেন নৌকার প্রার্থী মীর ফিরোজ আহমেদ।

বানিয়াজান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদার বলেন, ‘নোমান নামের আমার এক কর্মীকে পিটিয়ে আহত করে নৌকার কর্মীরা। এর আগে তাঁরা লাঠিসোঁটা নিয়ে মিছিল-মহড়া করে ভয়ভীতি প্রদর্শন করে।’ তবে নৌকার প্রার্থী মো. রফিকুল ইসলাম তালুকদার ফটিক এসব অভিযোগ অস্বীকার করেন।

ধোপাখালী ইউপিতে নির্বাচন নিয়ে নৌকার প্রার্থী আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টুর কর্মী-সমর্থকদের মধ্যে চলছে উত্তেজনা। হয়েছে গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর ও রক্ষক্ষয়ী সংঘর্ষ। হয়েছে মামলাও।

স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদারের কর্মী বাবুল আকন্দের ওপর নৌকার প্রার্থীর ছেলের নেতৃত্বে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। বাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কামাল হোসেন তালুকদার মিন্টু বাদী হয়ে আকবর হোসেনের ছেলেসহ ছয়জনের নাম উল্লেখ করে ধনবাড়ী থানায় মামলা করেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা। ব্যস্ত সব প্রার্থী এবং তাঁদের কর্মী ও সমর্থকেরা। চলছে মিছিল-মিটিং ও মাইকিং। সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা গুঞ্জন।

ধোপাখালী ইউনিয়নের ভোটার ফরহাদ আলী ও হাকিম শেখ বলেন, যে নির্বাচনী হাওয়া বর্তমানে বইছে তার লক্ষণ ভালো না। বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে চলছে উত্তেজনা। এবার সুষ্ঠু নির্বাচন হবে কি না সন্দেহ আছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা বলেন, ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে কাজ করছে। যাঁরা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাঁদের জরিমানা করা হচ্ছে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। ভোটাররা নিজ কেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে পারবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত