লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এক যুগের বেশি সময় ধরে নির্বাচন হচ্ছে না। সীমানা জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে নির্বাচনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়া ইউপিগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় ইউপি চররুহিতা, দালাল বাজার, দক্ষিণ হামছাদী, বাংগাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। এ ছাড়া কমলনগরের তিন ইউপি সাহেবেরহাট, চরকালকিনি ও পাটওয়ারীহাট। এর মধ্যে সদরের তেওয়ারীগঞ্জে ২০১৬ সালে সবশেষ ভোট হয়। এ ছাড়া অন্য আটটি ইউপিতে সবশেষ ভোট হয় ২০১১ সালে।
কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট ইউনিয়নের বেশির ভাগ অংশ মেঘনায় বিলীন হয়ে যাওয়ায় প্রতিটি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করা যাচ্ছে না। এ কারণে ভোট হচ্ছে না। এসব সমস্যার সমাধান কবে হবে, তাও নিশ্চিত নয় এলাকার মানুষের কাছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘ সময়ে ভোট না হওয়ায় এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা একক আধিপত্য বিস্তার করে চলছে। আবার কোনটিতে জনপ্রতিনিধি মৃত্যুর পর নামমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও ঠিকমতো আসেন না পরিষদে। ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের কয়েক লাখ মানুষ।
এদিকে কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট সহ তিনটি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় নদীগর্ভে বিলীন। কিন্তু ওয়ার্ড বিন্যাস করে ভোট দিতে পারলেও অন্য কারণে ভোট হচ্ছে না। যখন সমস্যা নিরসনের পথে থাকে, তখনই গোপনে জটিলতা বাড়িয়ে ভোট বন্ধ রাখা হয়।
সদরের লাহারকান্দির বাসিন্দা মাহফুজুর রহমান ও কামাল উদ্দিন জানান, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছেই না, এমনকি সন্তানদের জন্ম নিবন্ধন নিতেও ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় অন্য ইউনিয়নের মতো তারা সরকারি সাহায্য-সহযোগিতা থেকেও বঞ্চিত হন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা।
সদরের বাংগাখাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বলেন, ‘সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। তবে তাতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে না। সব সময় নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছি।’
দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ‘নির্বাচন হলে কোনো সমস্যা নেই। সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এখানে আমার কোনো হাত নেই। ইউনিয়নের মানুষ শান্তিতে রয়েছে। অসুবিধা তো নেই।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, সীমানা জটিলতা শেষ হলেই ইউপি নির্বাচন হবে। এসব জটিলতা নিরসন হলে নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ইউনিয়নগুলোর সীমানা বিরোধ জটিলতা কাটিয়ে ও ওয়ার্ড বিন্যাস করে নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তফসিল ঘোষণা করার চেষ্টা চলছে।
লক্ষ্মীপুরের ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এক যুগের বেশি সময় ধরে নির্বাচন হচ্ছে না। সীমানা জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে নির্বাচনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়া ইউপিগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় ইউপি চররুহিতা, দালাল বাজার, দক্ষিণ হামছাদী, বাংগাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। এ ছাড়া কমলনগরের তিন ইউপি সাহেবেরহাট, চরকালকিনি ও পাটওয়ারীহাট। এর মধ্যে সদরের তেওয়ারীগঞ্জে ২০১৬ সালে সবশেষ ভোট হয়। এ ছাড়া অন্য আটটি ইউপিতে সবশেষ ভোট হয় ২০১১ সালে।
কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট ইউনিয়নের বেশির ভাগ অংশ মেঘনায় বিলীন হয়ে যাওয়ায় প্রতিটি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করা যাচ্ছে না। এ কারণে ভোট হচ্ছে না। এসব সমস্যার সমাধান কবে হবে, তাও নিশ্চিত নয় এলাকার মানুষের কাছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘ সময়ে ভোট না হওয়ায় এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা একক আধিপত্য বিস্তার করে চলছে। আবার কোনটিতে জনপ্রতিনিধি মৃত্যুর পর নামমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও ঠিকমতো আসেন না পরিষদে। ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের কয়েক লাখ মানুষ।
এদিকে কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট সহ তিনটি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় নদীগর্ভে বিলীন। কিন্তু ওয়ার্ড বিন্যাস করে ভোট দিতে পারলেও অন্য কারণে ভোট হচ্ছে না। যখন সমস্যা নিরসনের পথে থাকে, তখনই গোপনে জটিলতা বাড়িয়ে ভোট বন্ধ রাখা হয়।
সদরের লাহারকান্দির বাসিন্দা মাহফুজুর রহমান ও কামাল উদ্দিন জানান, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছেই না, এমনকি সন্তানদের জন্ম নিবন্ধন নিতেও ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় অন্য ইউনিয়নের মতো তারা সরকারি সাহায্য-সহযোগিতা থেকেও বঞ্চিত হন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা।
সদরের বাংগাখাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বলেন, ‘সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। তবে তাতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে না। সব সময় নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছি।’
দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ‘নির্বাচন হলে কোনো সমস্যা নেই। সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এখানে আমার কোনো হাত নেই। ইউনিয়নের মানুষ শান্তিতে রয়েছে। অসুবিধা তো নেই।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, সীমানা জটিলতা শেষ হলেই ইউপি নির্বাচন হবে। এসব জটিলতা নিরসন হলে নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ইউনিয়নগুলোর সীমানা বিরোধ জটিলতা কাটিয়ে ও ওয়ার্ড বিন্যাস করে নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তফসিল ঘোষণা করার চেষ্টা চলছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে