আশাশুনিতে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮: ০২
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি সাতক্ষীরার আশাশুনিতে ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ টি, সাধারণ সদস্য পদে ১০টি এবং সংরক্ষিত নারী সদস্য পদে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৯ ও সাধারণ সদস্য পদে ৪৪৭ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে বড়দল, আশাশুনি ও প্রতাপনগর ইউপিতে একজন করে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়া ঋণ খেলাপির অভিযোগে আনুলিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত সাহাবুদ্দিন সানা ও রুহুল কুদ্দুছের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল হয়।

আনুলিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, মনোনয়নপত্র জমার আগে তাঁদের ঋণ পরিশোধ করা হয়নি। পরবর্তীতে তাঁরা ঋণ পরিশোধ করেছেন। তাই তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

১১টি ইউপির মধ্যে আনুলিয়ায় সাধারণ সদস্য পদে সর্বোচ্চ ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্টদের আপিল নিষ্পত্তি ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত