এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৭: ৪৬

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

⊲ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ (বাংলা সিরিজ)
দেখা যাবে: হইচই
অভিনয়: ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়
গল্পসংক্ষেপ: অচিন্ত্য একজন আইনজীবী। নিজেই বলে বেড়ায়, সে ভীষণ খারাপ আইনজীবী। কেবল নাকি ছাগল-মুরগির মামলা লড়ে সে। হঠাৎ করেই তার হাতে আসে অদ্ভুত এক মামলা। গরু-ছাগল-মুরগি নয়, একজন মানুষের জীবনের মামলা। সেই মামলার সুরাহা করতে গিয়ে ভীষণ বিপদের মুখে পড়ে অচিন্ত্য, জেদ চাপে তার। ঘটনা এগিয়ে যায় আরও গভীরে।

 
⊲ কাম চালু হ্যায় (হিন্দি সিনেমা)
অভিনয়: রাজপাল যাদব, গিয়া মানেক
দেখা যাবে: জি ফাইভ
গল্পসংক্ষেপ: ভারতে প্রতিবছর অসংখ্য মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়। আর এই দুর্ঘটনার অন্যতম কারণ রাস্তার খানাখন্দ। এমনই এক সড়ক দুর্ঘটনায় মারা যায় রাজপাল যাদবের একমাত্র মেয়ে। মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে পড়ে সে। আর কারও সন্তান যেন ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনায় মারা না পড়ে, সেই লক্ষ্যে নানা অফিসে দৌড়ঝাঁপ করে। একসময় বুঝতে পারে, আমলাতান্ত্রিক জটিলতায় রাস্তা মেরামত নিশ্চিত করা বড় কঠিন। সেই থেকে নিজ উদ্যোগেই কাজ শুরু করে সে। ২০ বছর ধরে নিজেই একের পর এক ভাঙা রাস্তা মেরামত করতে থাকে। সিনেমাটি তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে।
 
⊲ আর্টিকেল ৩৭০ (হিন্দি সিনেমা)
অভিনয়: ইয়ামি গৌতম, প্রিয়ামণি
দেখা যাবে: জিও সিনেমা
গল্পসংক্ষেপ: আর্টিকেল ৩৭০ ভারতীয় সংবিধানের একটি বিশেষ অনুচ্ছেদ, যা ২০১৯ সালের ৫ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। এই অনুচ্ছেদের বলে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়েছিল। ২০১৯ সালে ভারত সরকার ৩৭০ অনুচ্ছেদ উঠিয়ে নিতে চাইলে একটি বিশেষ গোষ্ঠী ভারত সরকারের বিরোধিতা করে এবং সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। এমন পরিস্থিতিতে সেখানে পাঠানো হয় একটি বিশেষ টিমকে। পলিটিক্যাল অ্যাকশন ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে।
 
⊲ দ্য সিক্রেট স্কোর (স্প্যানিশ সিরিজ)
অভিনয়: ভল ডোরান্টেস, দিয়াগো স্যান্ডোভাল
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: বেড়াতে গিয়ে মায়া ও তার বন্ধুরা পুরোনো এক বাড়িতে একটি মিউজিক্যাল স্কোর বা স্বরলিপি খুঁজে পায়। পিয়ানোতে সেই মিউজিকটা বাজাতেই এক অদ্ভুত জাদুশক্তি লাভ করে তারা। চাইলেই যা খুশি করতে পারছে, যেকোনো ইচ্ছা পূরণ করতে পারছে। তারা পুরো বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারে না অদৃশ্য কেউ একজন নজর রাখছে 
তাদের ওপর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত