Ajker Patrika

ওসি পরিচয়ে ঘুষ, এখনো রহস্য উদ্‌ঘাটিত হয়নি

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭: ২৬
ওসি পরিচয়ে ঘুষ, এখনো রহস্য উদ্‌ঘাটিত হয়নি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মামলা থেকে নাম বাদ দেওয়ার প্রলোভন দেখিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয়ে ২৬ হাজার টাকা বিকাশে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ১ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়; কিন্তু জিডির মাস পেরোলেও রহস্য উদ্‌ঘাটিত হয়নি।

জানা গেছে, গত ২৭ জুলাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পরাজিত প্রার্থীদের সমর্থকদের হট্টগোল বাধে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আট মাস বয়সী এক শিশু মায়ের কোলেই নিহত হয়। এ ঘটনায় উত্তেজিত লোকজন পুলিশের ওপর চড়াও হন। তাঁরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করেন। এ ঘটনায় পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে তিনটি মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয়ের প্রায় ৮০০ ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলায় সদ্য জয়ী ইউপি সদস্য বাবুল ইসলামকে জড়াবে না জানিয়ে রাণীশংকৈল থানার ওসি পরিচয়ে বিকাশের মাধ্যমে টাকা নেওয়া হয়। ২৬ হাজার টাকা বিকাশে দেওয়ার পর বাবুল জানতে পারেন ওসি নন, অন্য কেউ তাঁকে ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন।

ইউপি সদস্য বলেন, ১ আগস্ট তাঁকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে, ‘ব্যাটা মেম্বার হয়ে বসে আছিস মামলা থেকে বাঁচতে এখুনি বিকাশে টাকা দে নতুবা তোকে ও তোর লোকজনকে অজ্ঞাত মামলার আসামি বানাব।’ মামলা থেকে রেহাই পেতে বাবুল ২৬ হাজার টাকা বিকাশে পাঠান। একইভাবে খড়রা গ্রামের হাকিমের ছেলে রুহুলকেও ওসি পরিচয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়। আলম নামের ব্যক্তির কাছেও মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয়। তবে আলম ও রুহুল টাকা পাঠাননি।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, ‘ইউপি সদস্য বাবুল হোসেনের একটি লিখিত অভিযোগের জিডি করা হয়েছে। পরে তিনি মামলা না করায় প্রতারক চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত