পুরোনো শীতবস্ত্র কিনতে ভিড়

আগৈলঝাড়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০৫: ২০
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ১৫

আগৈলঝাড়ায় ডিসেম্বরের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। উপজেলার গ্রামাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ এতে পড়েছেন বিপাকে। প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের কষ্ট বেড়েছে। এ সময় তাঁদের বড় ভরসা রাস্তার পাশে বিক্রি হওয়া পুরোনো শীতের কাপড়।

শীতার্তদের জন্য এ পর্যন্ত সরকারিভাবে কিছু কম্বল বরাদ্দ এলেও চাহিদার তুলনায় তা সামান্য। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, ত্রাণ শাখায় তাঁর দপ্তরে ২ হাজার ৫০০ কম্বল এসেছে।

উপজেলা সদর বাজারে ফুটপাতে বিক্রেতা জামাল হোসেন বলেন, গত বছরের তুলনায় প্রতিটি বস্তায় গুনতে হচ্ছে অতিরিক্ত দুই থেকে আড়াই হাজার টাকা।

উপজেলার গৈলা বাজার, আগৈলঝাড়া সদর বাজার ও ফুটপাত, বাসাইল বাজার, সাহেবেরহাট বাজার, পয়সারহাট বাজারসহ ১২ থেকে ১৫টি স্থানে ফুটপাত ও বিভিন্ন দোকানে এমন শীতের পোশাক বিক্রি হচ্ছে।

জাহিদুল ইসলাম দুলাল, চিত্ত ঘরামী, মিনাল সমদ্দার, জসিম সন্যামতসহ একাধিক ক্রেতা জানান, নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা ফুটপাতের হকারদের বিক্রি করা গরম কাপড়ের দোকান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত