Ajker Patrika

পদ হারালেন তিন নেতা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ৩৫
পদ হারালেন তিন নেতা

যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

গত শনিবার দিবাগত রাতে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘দলীয় আদর্শ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মুন্নাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেশবপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।’

উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান মুকুল বলেন, ‘কাজী আজহারুল ইসলাম মানিক ও জাকির হোসেন মুন্না ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ জন্য উপজেলা ছাত্রলীগ তাঁদের বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করে।’

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস বলেন, ‘দলীয় আদর্শ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই নেতাকে স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করা হয়েছে।’

সালাউদ্দীন কবির পিয়াস আরও বলেন, ‘এ ছাড়া কেশবপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগামী ৭ কার্যদিবসের মধ্যে বলা হয়েছে জমা দেওয়ার জন্য।’

এ দিকে কেশবপুরের মঙ্গলকোট ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো জানিয়েছেন।

আগামী ৫ জানুয়ারি কেশবপুরের ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত