পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
একসময় পীরগঞ্জ উপজেলায় গমের ব্যাপক আবাদ হতো। ফলনও ভালো হতো। কিন্তু ব্লাস্ট রোগের আক্রমণ মহামারি আকার ধারণ করলে গম চাষ নিষেধাজ্ঞা জারি করা হয়। কৃষকেরা কয়েক বছর গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। এর বদলে চাষ করেন ভুট্টার। তবে আবার কৃষকদের গম চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি কর্মকর্তারা। এ বছর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে গম চাষ করেছেন কৃষকেরা। তাঁরা বলছেন, গমের সুদিন ফিরছে।
২০১৫-১৬ মৌসুমে পীরগঞ্জে গমের ব্লাস্ট রোগ হয়। পরের মৌসুমে এ উপজেলায় গম চাষে নিষেধাজ্ঞা জারি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু কয়েকজন কৃষক নিষেধাজ্ঞা অমান্য করে গম চাষ করে ক্ষতিগ্রস্ত হন। এরপর কৃষকেরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। তাঁরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে ওঠেন। তবে চলতি বছর উপজেলা কৃষি অফিসের পরামর্শে আবার গম চাষ করছেন কৃষকেরা। এবার আবহাওয়া অনুকূল। উপজেলার কোথাও ব্লাস্টের আক্রমণ দেখা দেয়নি। গমের ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ মৌসুমে উপজেলায় ২২০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে গম চাষ করা হয় প্রায় ২০০ হেক্টর জমিতে। ২০১৯-২০ অর্থবছরে ২৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে চাষ করা হয় প্রায় ২৭০ হেক্টর জমিতে। চলতি বছর ৩০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে গমের আবাদ করা হয়েছে ৩২৫ হেক্টর জমিতে।
উপজেলার পাঁচগাছি ইউপির আমোদপুর গ্রামের গমচাষি বাবু মণ্ডল ও জানুরাম বলেন, গমে রোগ হওয়ার কারণে কয়েক বছর আগে অনেক ক্ষতি হয়েছিল। কৃষি অফিসের লোকজন এসে গম চাষ নিষেধ করেছিলেন। এ জন্য তাঁরা গম চাষ করেননি। এ বছর আবার গম চাষ করতে বলেছে কৃষি অফিস। তাই তাঁরা গমের আবাদ করেছেন। এত সুন্দর গম আগে কখনো হয়নি। এবার বেশ ভালো ফলন পাবেন বলে আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ‘২০১৫ সালে এ অঞ্চলে গমে ব্লাস্টের আক্রমণ মহামারি আকার ধারণ করে। সে সময় কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পরের বছর ২০১৬ সালে আমরা এ এলাকায় গম চাষে নিষেধাজ্ঞা জারি করি। এতে ব্লাস্টের প্রাদুর্ভাব কম হয়।’ তিনি আরও বলেন, ‘গত বছর থেকে আমরা আবার গম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি। কৃষকেরাও আবার গম চাষে আগ্রহ দেখিয়ে চাষ করছেন। এ বছর পীরগঞ্জ উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে গমের আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৩০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু উপজেলায় গম চাষ হয়েছে প্রায় ৩২৫ হেক্টর জমিতে।’
সাদেকুজ্জামান সরকার আরও বলেন, ‘এ উপজেলার মাটি গম চাষের জন্য উপযুক্ত। আমরা কৃষকদের নানা রোগ প্রতিরোধী জাতের গম চাষের পরামর্শ দিচ্ছি। এ ছাড়া এবার গম চাষের আবহাওয়া অনুকূলে রয়েছে। রোগবালাইও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রণোদনার মাধ্যমে গম চাষে আমরা কৃষকদের সার, বীজ দিয়ে উদ্বুদ্ধ করছি। সেই সঙ্গে আমরা আধুনিক উপায়ে গম চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি।’
একসময় পীরগঞ্জ উপজেলায় গমের ব্যাপক আবাদ হতো। ফলনও ভালো হতো। কিন্তু ব্লাস্ট রোগের আক্রমণ মহামারি আকার ধারণ করলে গম চাষ নিষেধাজ্ঞা জারি করা হয়। কৃষকেরা কয়েক বছর গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। এর বদলে চাষ করেন ভুট্টার। তবে আবার কৃষকদের গম চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি কর্মকর্তারা। এ বছর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে গম চাষ করেছেন কৃষকেরা। তাঁরা বলছেন, গমের সুদিন ফিরছে।
২০১৫-১৬ মৌসুমে পীরগঞ্জে গমের ব্লাস্ট রোগ হয়। পরের মৌসুমে এ উপজেলায় গম চাষে নিষেধাজ্ঞা জারি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু কয়েকজন কৃষক নিষেধাজ্ঞা অমান্য করে গম চাষ করে ক্ষতিগ্রস্ত হন। এরপর কৃষকেরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। তাঁরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে ওঠেন। তবে চলতি বছর উপজেলা কৃষি অফিসের পরামর্শে আবার গম চাষ করছেন কৃষকেরা। এবার আবহাওয়া অনুকূল। উপজেলার কোথাও ব্লাস্টের আক্রমণ দেখা দেয়নি। গমের ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ মৌসুমে উপজেলায় ২২০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে গম চাষ করা হয় প্রায় ২০০ হেক্টর জমিতে। ২০১৯-২০ অর্থবছরে ২৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে চাষ করা হয় প্রায় ২৭০ হেক্টর জমিতে। চলতি বছর ৩০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে গমের আবাদ করা হয়েছে ৩২৫ হেক্টর জমিতে।
উপজেলার পাঁচগাছি ইউপির আমোদপুর গ্রামের গমচাষি বাবু মণ্ডল ও জানুরাম বলেন, গমে রোগ হওয়ার কারণে কয়েক বছর আগে অনেক ক্ষতি হয়েছিল। কৃষি অফিসের লোকজন এসে গম চাষ নিষেধ করেছিলেন। এ জন্য তাঁরা গম চাষ করেননি। এ বছর আবার গম চাষ করতে বলেছে কৃষি অফিস। তাই তাঁরা গমের আবাদ করেছেন। এত সুন্দর গম আগে কখনো হয়নি। এবার বেশ ভালো ফলন পাবেন বলে আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ‘২০১৫ সালে এ অঞ্চলে গমে ব্লাস্টের আক্রমণ মহামারি আকার ধারণ করে। সে সময় কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পরের বছর ২০১৬ সালে আমরা এ এলাকায় গম চাষে নিষেধাজ্ঞা জারি করি। এতে ব্লাস্টের প্রাদুর্ভাব কম হয়।’ তিনি আরও বলেন, ‘গত বছর থেকে আমরা আবার গম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি। কৃষকেরাও আবার গম চাষে আগ্রহ দেখিয়ে চাষ করছেন। এ বছর পীরগঞ্জ উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে গমের আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৩০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু উপজেলায় গম চাষ হয়েছে প্রায় ৩২৫ হেক্টর জমিতে।’
সাদেকুজ্জামান সরকার আরও বলেন, ‘এ উপজেলার মাটি গম চাষের জন্য উপযুক্ত। আমরা কৃষকদের নানা রোগ প্রতিরোধী জাতের গম চাষের পরামর্শ দিচ্ছি। এ ছাড়া এবার গম চাষের আবহাওয়া অনুকূলে রয়েছে। রোগবালাইও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রণোদনার মাধ্যমে গম চাষে আমরা কৃষকদের সার, বীজ দিয়ে উদ্বুদ্ধ করছি। সেই সঙ্গে আমরা আধুনিক উপায়ে গম চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে