Ajker Patrika

আগুনে পুড়ল ১০ দোকান

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৩৬
আগুনে পুড়ল ১০ দোকান

বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে গতকাল সোমবার দুপুরে প্রফুল্ল ওঝার চায়ের দোকানের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ওই বাজারের ভবরঞ্জন রায়, ডা. মন্মথ হালদার ও লিটন দাসের ওষুধের দোকান, ওষুধের দোকান, প্রফুল্ল ওঝার চায়ের দোকান, হরশিদ ঘরামি ও সজল বাড়ৈর টেইলার্সসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে গৗরনদী থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চায়ের দোকান মালিক প্রফুল্ল ওঝা বলেন, ‘চায়ের দোকন থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চলতো। দোকানে আগুন লাগাতে আমার সবকিছু শেষ হয়ে গেল।’

অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত