Ajker Patrika

পুনরায় ভোট নেওয়ার দাবিতে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ০২
পুনরায় ভোট নেওয়ার দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপার চুরির অভিযোগ এনে মানববন্ধন করেছেন পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা। গতকাল বুধবার বেলা ৩টায় চামারী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পাঁচ শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বিলদহর মরা নদীর কিনারা থেকে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারে সুষ্ঠু তদন্ত ও পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, একটি কুচক্রী মহল ব্যালট চুরির মাধ্যমে ষড়যন্ত্র করে এ নির্বাচনে ভোটের ফলাফল পাল্টে দিয়েছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অপর পরাজিত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রবিউল করিম রবি, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বেলাল সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, সাদিয়া ইবনাত প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, উদ্ধার করা ব্যালট পেপারগুলোর সঙ্গে তাঁদের সরবরাহ করা ব্যালট পেপার ও স্বাক্ষর, সিলের কোনো মিল নেই। কেউ বাইরে থেকে এনে অপপ্রচার ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিলদহর মরা নদীর কিনারা থেকে বস্তাভর্তি নৌকা ও মোটরসাইকেল প্রতীকের সিল দেওয়া ব্যালট পেপার উদ্ধার করে থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত