Ajker Patrika

সংযোগ সড়ক নেই, ভোগান্তি

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১০: ২৩
সংযোগ সড়ক নেই, ভোগান্তি

কংক্রিট-সিমেন্টের তৈরি একটি সেতু। অপরিকল্পিতভাবে নদীর মধ্যখানে নির্মাণের ফলে একপাশে হেলে পড়েছে সেতুটি। সেতুর দুই প্রান্তকে সংযুক্ত করতে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে সেতু পারাপার হন জনসাধারণ। এক সেতু পার হতে গিয়ে দুই পাশের দুটি বাঁশের সাঁকো পার হতে হচ্ছে তাঁদের। এই অপরিকল্পিত সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সিলেটের ওসমানীনগর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১০ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ কালনিচর-ইসলামপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরেই ইসলামপুর ও নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের মধ্যবর্তী স্থান দিয়েই প্রবাহিত কালনী নদী। দুই উপজেলার সীমানা অনেকটাই কালনী নদী ভাগ করে দিয়েছে।

তবে, সেতুটি দুই উপজেলার জনসাধারণের যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে নির্মিত হলেও সেটি এখন স্থানীয়দের গলার কাঁটা। ফলে দুই উপজেলার শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীসহ ১৫ হাজারের বেশি মানুষ দুর্ভোগের মধ্য দিয়েই চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি সরকারের আমলে দুই উপজেলার সংযোগ সড়কের কালনী নদীর ওপর অপরিকল্পিতভাবে সেতুটি নির্মাণ করা হয়। প্রয়োজনের তুলনায় ছোট সেতুটি নির্মাণ ও দুই পাশে মাটি ভরাট করা হয়নি। যার ফলে নদীর মধ্যখানে নির্মিত সেতুটি পানির প্রভাবে এক পাশে হেলে পড়ে।

দীর্ঘদিন অকেজো অবস্থায় থাকার পর বিকল্প রাস্তা না থাকায় বাঁশের সাঁকো ব্যবহার করে জরাজীর্ণ ওই সেতু দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছেন দুই উপজেলার বাসিন্দারা।

জানা যায়, ২০১৯ সালের মার্চ মাসে দক্ষিণ কালনিচর গ্রামের হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দেকী ও শাহাজান আলী এলাকাবাসীর পক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবরে লিখিত আবেদন করেন। আবেদনে ওসমানীনগর উপজেলার দক্ষিণ কালনিচর-ইসলামপুর সেতু পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি জানান। কিন্তু এই আবেদনে কোনো কাজ হচ্ছে না। পরবর্তী সময়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চাহিদাপত্র অনুযায়ী রাস্তা পাকাকরণ ও কালনী নদীর ওপর নতুন সেতু নির্মাণে গ্রামবাসীর পক্ষে হাকিম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী আবেদন করলেও কাগজ চালাচালিতে তা টেন্ডার প্রক্রিয়ায় আসার পর ফাইলবন্দী হয়ে আছে।

গ্রামবাসী জানান, দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় অবহেলিত এই এলাকার উন্নয়নে দায়সারা ভাব প্রকাশ করে যাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

উপজেলা এলজিইডি প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন জানান, দক্ষিণ কালনিচর-ইসলামপুর এলাকার দুই কিলোমিটার রাস্তা পাকা করাসহ কালনী নদীর ওপর সেতু নির্মাণ স্থানীয় সরকার বিভাগের প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত