‘নতুন বছরের বই শিক্ষার্থীদের জন্য সেরা উপহার’

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ১৫
Thumbnail image

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেছেন, নতুন বছরের বইগুলো শিক্ষার্থীদের জন্য সেরা উপহার। কারণ, এই উপহারে শিক্ষার্থীদের জীবন আলোকিত হয়।

গতকাল শনিবার দুর্গাপুর ইউনিয়নের জীবনপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে ইউএনও এই কথা বলেন।

গতকাল বছরের প্রথম দিনে মিঠাপুকুরে বই পেয়েছে ৫৮ হাজার শিশু শিক্ষার্থী। সকাল থেকে উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণ করা হয়।

ইউএনও বলেন, করোনা পরিস্থিতিসহ নানা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তারা মিঠাপুকুরের অন্যান্য বিদ্যালয়ে উপস্থিত থেকে বই বিতরণ তদারকি করেন।

শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল জানান, সরকারি ২৭৭টিসহ বেসরকারি বিদ্যালয়ের ৫৮ হাজার শিক্ষার্থীকে বই দেওয়া হয়েছে।

সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, ৩ লাখ ৪০ হাজার বই বিতরণ করা হয়। করোনা পরিস্থিতির কারণে জমায়েত না করে স্বাস্থ্যবিধি মেনে বই দেওয়া হয়।

জীবনপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব জানান, তাঁর বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থীকে বই দেওয়া হয়।

গতকাল সকাল থেকে দলে দলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে এসে বই নিয়ে যেতে দেখা গেছে। কথা হয় দ্বিতীয় শ্রেণির জীবন, তৃতীয় শ্রেণির নিটন, চতুর্থ শ্রেণির সুমাইয়া, ও পঞ্চম শ্রেণির তিথির সঙ্গে। তারা নতুন বই পেয়ে খুশি হয়েছে বলে জানায়। শিক্ষার্থীদের সঙ্গে অনেক মা-বাবাকেও বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত