পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় একটি রাইস মিলে অগ্নিকাণ্ডে অন্তত এক হাজার মণ ধান পুড়ে গেছে। ক্ষতি হয়েছে মিলের কিছু যন্ত্রাংশও। উপজেলার গড়ইখালী ইউনিয়নে দক্ষিণ কুমখালীতে শুক্রবার গভীর রাতে বুলবুল অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু ফায়ার সার্ভিসকে খবর দেন এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাতক্ষীরার আশাশুনির ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় ধান ও যন্ত্রাংশ মিলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
এর আগে গত ১৫ অক্টোবর পৌর সদরের জাকারিয়া মোটরসাইকেল গ্যারেজ আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় বলে গ্যারেজমালিক জাকারিয়া জানান।
জানা গেছে, পাইকগাছায় ফায়ার স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডে অসংখ্য প্রতিষ্ঠান ও সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একের পর এক আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হলেও পাইকগাছা উপজেলাবাসীর দাবি এখনো পূরণ হয়নি। এ নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান সাংসদ প্রায় দুই দশক পর ফায়ার স্টেশনের ভূমি অধিগ্রহণের জন্য জায়গা নির্ধারণ করে প্রস্তাবনা পাঠিয়েছেন।
১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি উপজেলা সদরের আংশিক এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় পাইকগাছা পৌরসভা। এটি জেলার প্রথম পৌরসভা হওয়া সত্ত্বেও গত দুই যুগেও নির্মিত হয়নি ফায়ার স্টেশন। শুরু থেকেই সে সময়কার সাংসদ মরহুম শেখ মো. নুরুল হক ও মেয়র সেলিম জাহাঙ্গীর পৌর এলাকায় একটি ফায়ার স্টেশন করার উদ্যোগ নেন। বর্তমান সাংসদ আলহাজ আক্তারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীর ফায়ার স্টেশন করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন।
জেলা শহর থেকে ৬৬ কিলোমিটার দূরে অত্র পৌরসভা ও উপজেলা সদরের অবস্থান হওয়ায় ফায়ার স্টেশন স্থাপন জরুরি হয়ে পড়েছে। ফায়ার স্টেশন না থাকায় গত দুই দশকে এ উপজেলায় অগ্নিকাণ্ডে অসংখ্য প্রতিষ্ঠান ও সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে একদিকে গত দুই যুগেও আলোর মুখ দেখেনি ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্পটি। অন্যদিকে জায়গাও নির্ধারণ করা সম্ভব হয়নি। অবশেষে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ফায়ার স্টেশন স্থাপনের বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে এর ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার উদ্যোগ নেন।
যার অংশ হিসেবে পৌর সদরের শিববাটী মৌজায় পাইকগাছা-কয়রা সড়কের পাশে এক বিঘা জমি ফায়ার স্টেশনের জন্য নির্ধারণ করে ভূমি অধিগ্রহণের প্রস্তাবনা পাঠিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত স্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাইনবোর্ড টাঙানো হয়েছে। পাইকগাছাবাসীর দাবি আর যাতে আগুনে পুড়ে সবকিছু শেষ না হয়। সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বুলবুল অটো রাইস মিলে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে মিল মালিক বলছেন, ১ হাজার মন ধান ছিল। এগুলো সব পুড়ে গেছে। ধান ও মিলের যন্ত্রাংশ মিলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাইকগাছায় একটি রাইস মিলে অগ্নিকাণ্ডে অন্তত এক হাজার মণ ধান পুড়ে গেছে। ক্ষতি হয়েছে মিলের কিছু যন্ত্রাংশও। উপজেলার গড়ইখালী ইউনিয়নে দক্ষিণ কুমখালীতে শুক্রবার গভীর রাতে বুলবুল অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু ফায়ার সার্ভিসকে খবর দেন এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাতক্ষীরার আশাশুনির ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় ধান ও যন্ত্রাংশ মিলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
এর আগে গত ১৫ অক্টোবর পৌর সদরের জাকারিয়া মোটরসাইকেল গ্যারেজ আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় বলে গ্যারেজমালিক জাকারিয়া জানান।
জানা গেছে, পাইকগাছায় ফায়ার স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডে অসংখ্য প্রতিষ্ঠান ও সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একের পর এক আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হলেও পাইকগাছা উপজেলাবাসীর দাবি এখনো পূরণ হয়নি। এ নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান সাংসদ প্রায় দুই দশক পর ফায়ার স্টেশনের ভূমি অধিগ্রহণের জন্য জায়গা নির্ধারণ করে প্রস্তাবনা পাঠিয়েছেন।
১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি উপজেলা সদরের আংশিক এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় পাইকগাছা পৌরসভা। এটি জেলার প্রথম পৌরসভা হওয়া সত্ত্বেও গত দুই যুগেও নির্মিত হয়নি ফায়ার স্টেশন। শুরু থেকেই সে সময়কার সাংসদ মরহুম শেখ মো. নুরুল হক ও মেয়র সেলিম জাহাঙ্গীর পৌর এলাকায় একটি ফায়ার স্টেশন করার উদ্যোগ নেন। বর্তমান সাংসদ আলহাজ আক্তারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীর ফায়ার স্টেশন করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন।
জেলা শহর থেকে ৬৬ কিলোমিটার দূরে অত্র পৌরসভা ও উপজেলা সদরের অবস্থান হওয়ায় ফায়ার স্টেশন স্থাপন জরুরি হয়ে পড়েছে। ফায়ার স্টেশন না থাকায় গত দুই দশকে এ উপজেলায় অগ্নিকাণ্ডে অসংখ্য প্রতিষ্ঠান ও সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে একদিকে গত দুই যুগেও আলোর মুখ দেখেনি ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্পটি। অন্যদিকে জায়গাও নির্ধারণ করা সম্ভব হয়নি। অবশেষে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ফায়ার স্টেশন স্থাপনের বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে এর ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার উদ্যোগ নেন।
যার অংশ হিসেবে পৌর সদরের শিববাটী মৌজায় পাইকগাছা-কয়রা সড়কের পাশে এক বিঘা জমি ফায়ার স্টেশনের জন্য নির্ধারণ করে ভূমি অধিগ্রহণের প্রস্তাবনা পাঠিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত স্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাইনবোর্ড টাঙানো হয়েছে। পাইকগাছাবাসীর দাবি আর যাতে আগুনে পুড়ে সবকিছু শেষ না হয়। সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বুলবুল অটো রাইস মিলে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে মিল মালিক বলছেন, ১ হাজার মন ধান ছিল। এগুলো সব পুড়ে গেছে। ধান ও মিলের যন্ত্রাংশ মিলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে