দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দি উপজেলায় সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী পৌরসভার নুরপুর গ্রামের রাস্তার পাশে খালটি ভরাট করে এ মার্কেট নির্মাণ করেন বলে জানা গেছে। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে জানা গেছে, নুরপুর গ্রামের মীরবাড়ির পাশে খালের পানিপ্রবাহ কয়েক বছর আগেও স্বাভাবিক ছিল। খালে মাছ ধরার পাশাপাশি স্থানীয় কৃষকেরা ফসলি জমিতেও পানি কাজে লাগাতেন। এ ছাড়া অতিবৃষ্টিতে স্থানীয় লোকজনের ঘরবাড়িতে ওঠা পানি নিষ্কাশনের মাধ্যম ছিল সরকারি এই খালটি। কিন্তু কৃষক ও স্থানীয় বাসিন্দাদের উপকারে আসা এই খালের ওপর নজর পড়ে গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির। তাঁরা খালটি ভরাট করে এখন বাণিজ্যিক মার্কেটে রূপান্তর করেছেন।
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ভূমি অফিসকে ম্যানেজ করে গত এক থেকে দেড় বছরে একটু একটু করে বালু ফেলে খালটি ভরাট করে মার্কেট নির্মাণ করা হয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে খালের পানির প্রবাহ। এ নিয়ে অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ সময় তাঁরা আরও বলেন, নুরপুর গ্রামের বিল্লাল হোসেনসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে খালটি ভরাট করেছেন। খালটির পানিপ্রবাহ বন্ধ থাকায় ফসলি জমিতে পানি না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।
স্থানীয় বাসিন্দা মো. রহমান, মো. কুদ্দুস মীর, মজীব মীর, কবীর মীর ও প্রবাসী সোহেল জানান, এই খালের পানি তাঁদের ফসলি জমিতে কাজে লেগেছে। বৃষ্টির সময় ঘরবাড়িতে ওঠা পানি সরেছে এই খাল দিয়ে। কিন্তু প্রভাবশালী চক্রের কারণে খালটি অস্তিত্ব হারাতে বসেছে। এ ব্যাপারে একাধিকবার আপত্তি জানিয়েও লাভ হয়নি। ভূমি অফিসকে ম্যানেজ করে খালে এখন মার্কেট বানানো হয়েছে।
নুরপুর গ্রামের বাসিন্দা মান্নান মোল্লা ও আউয়াল মোল্লা আজকের পত্রিকাকে জানান, ‘টিভি চ্যানেল ও পত্রিকায় দেখেছি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উচ্ছেদ অভিযান চালিয়ে খাল-নদী দখলদারদের হাত থেকে পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু আতিকুল ইসলামের নিজ গ্রামের এলাকায় খালের এই অবস্থা দুঃখজনক।’
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক বলেন, খালটির দক্ষিণে ২০ ফুট ও উত্তরে ৬৫ ফুট ভরাট করে কিছু লোক দখল করেছেন।
খাল ভরাটে অভিযুক্ত বিল্লাল হোসেনসহ অন্যরা বলেন, ব্যক্তিগত মালিকানার জমি ও সরকারি খালের অংশ নিয়ে মার্কেট নির্মাণ করা হয়েছে। সরকার চাইলে সরকারি জায়গা ছেড়ে দেব।’
দাউদকান্দি পৌরসভা এলাকার ভূমি কর্মকর্তা আলাউদ্দিন বলেন, নুরপুর এলাকায় খাল ভরাট সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এ ব্যাপারে জানতে চাইলে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, সরেজমিনে লোক পাঠিয়ে জমি পরিমাপ করা হবে। সরকারি জায়গা চিহ্নিত করে কিছুদিনের মধ্যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
দাউদকান্দি উপজেলায় সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী পৌরসভার নুরপুর গ্রামের রাস্তার পাশে খালটি ভরাট করে এ মার্কেট নির্মাণ করেন বলে জানা গেছে। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে জানা গেছে, নুরপুর গ্রামের মীরবাড়ির পাশে খালের পানিপ্রবাহ কয়েক বছর আগেও স্বাভাবিক ছিল। খালে মাছ ধরার পাশাপাশি স্থানীয় কৃষকেরা ফসলি জমিতেও পানি কাজে লাগাতেন। এ ছাড়া অতিবৃষ্টিতে স্থানীয় লোকজনের ঘরবাড়িতে ওঠা পানি নিষ্কাশনের মাধ্যম ছিল সরকারি এই খালটি। কিন্তু কৃষক ও স্থানীয় বাসিন্দাদের উপকারে আসা এই খালের ওপর নজর পড়ে গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির। তাঁরা খালটি ভরাট করে এখন বাণিজ্যিক মার্কেটে রূপান্তর করেছেন।
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ভূমি অফিসকে ম্যানেজ করে গত এক থেকে দেড় বছরে একটু একটু করে বালু ফেলে খালটি ভরাট করে মার্কেট নির্মাণ করা হয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে খালের পানির প্রবাহ। এ নিয়ে অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ সময় তাঁরা আরও বলেন, নুরপুর গ্রামের বিল্লাল হোসেনসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে খালটি ভরাট করেছেন। খালটির পানিপ্রবাহ বন্ধ থাকায় ফসলি জমিতে পানি না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।
স্থানীয় বাসিন্দা মো. রহমান, মো. কুদ্দুস মীর, মজীব মীর, কবীর মীর ও প্রবাসী সোহেল জানান, এই খালের পানি তাঁদের ফসলি জমিতে কাজে লেগেছে। বৃষ্টির সময় ঘরবাড়িতে ওঠা পানি সরেছে এই খাল দিয়ে। কিন্তু প্রভাবশালী চক্রের কারণে খালটি অস্তিত্ব হারাতে বসেছে। এ ব্যাপারে একাধিকবার আপত্তি জানিয়েও লাভ হয়নি। ভূমি অফিসকে ম্যানেজ করে খালে এখন মার্কেট বানানো হয়েছে।
নুরপুর গ্রামের বাসিন্দা মান্নান মোল্লা ও আউয়াল মোল্লা আজকের পত্রিকাকে জানান, ‘টিভি চ্যানেল ও পত্রিকায় দেখেছি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উচ্ছেদ অভিযান চালিয়ে খাল-নদী দখলদারদের হাত থেকে পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু আতিকুল ইসলামের নিজ গ্রামের এলাকায় খালের এই অবস্থা দুঃখজনক।’
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক বলেন, খালটির দক্ষিণে ২০ ফুট ও উত্তরে ৬৫ ফুট ভরাট করে কিছু লোক দখল করেছেন।
খাল ভরাটে অভিযুক্ত বিল্লাল হোসেনসহ অন্যরা বলেন, ব্যক্তিগত মালিকানার জমি ও সরকারি খালের অংশ নিয়ে মার্কেট নির্মাণ করা হয়েছে। সরকার চাইলে সরকারি জায়গা ছেড়ে দেব।’
দাউদকান্দি পৌরসভা এলাকার ভূমি কর্মকর্তা আলাউদ্দিন বলেন, নুরপুর এলাকায় খাল ভরাট সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এ ব্যাপারে জানতে চাইলে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, সরেজমিনে লোক পাঠিয়ে জমি পরিমাপ করা হবে। সরকারি জায়গা চিহ্নিত করে কিছুদিনের মধ্যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে