বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুক্রবার এলেই ইদানীং চিত্রনায়ক নিরবকে আর ঢাকায় পাওয়া যাচ্ছে না। সপ্তাহজুড়ে সিনেমা কিংবা বিজ্ঞাপনের শুটিং করে বৃহস্পতিবার রাতে বেরিয়ে পড়েন। পরদিন ভোরে দেশের যেকোনো প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ায় চেকইন দেন। এক সপ্তাহে সিলেট তো, আরেক সপ্তাহে চট্টগ্রাম কিংবা বরিশাল—প্রতি সপ্তাহেই ভিন্ন ভিন্ন জেলায় হাজির হন তিনি। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাঁর এই মিশন। নিরব বলেন, ‘ছয় মাসে বাংলাদেশের ৬৪টি জেলার ১০০টি উপজেলায় যাওয়ার পরিকল্পনা আছে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, ভোলাসহ দেশের ১২-১৪টি জেলার ২৫-৩০টি উপজেলায় গিয়েছি।’
কী মিশন নিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন নিরব? অভিনেতা জানালেন, ‘মার্কস ডেজার্ট কুইন’ নামে একটি রান্নার প্রতিযোগিতার জন্য বিভিন্ন জেলায় ঘুরতে হচ্ছে তাঁকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা রাঁধুনিকে। অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে হাজির হতে দেখা যাবে নিরবকে। সেরা রাঁধুনিকে বরণ করে নেন তিনি। বিজয়ীর হাতে তুলে দেন ফ্রিজ, ওভেন, টিভিসহ বিভিন্ন পুরস্কার।
‘মার্কস ডেজার্ট কুইন’ প্রতিযোগিতার শুটিং হয় প্রতি শুক্র ও শনিবার। তাই এ দুই দিন দেশের বিভিন্ন জেলায় কাটাচ্ছেন তিনি। নিরব বলেন, ‘এখন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্ব চলছে। ৬৪টি জেলার বাছাইপর্ব শেষে ঢাকায় গালা রাউন্ডে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। এই অভিজ্ঞতা আমার জন্য নতুন। কাজটি অত সহজ নয়। তবে আনন্দের বিষয় হচ্ছে, অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে। নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ভালো লাগছে।’ নিরব জানিয়েছেন, রোজা উপলক্ষে এক মাস এই প্রতিযোগিতার শুটিং বন্ধ থাকবে। ঈদের তিন দিন পর থেকে আবার শুরু হবে তাঁর দেশ সফর।
‘ক্যাসিনো’, ‘ফিরে দেখা’, ‘অমানুষ’সহ নিরব অভিনীত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এ মাসেই স্পর্শিয়াকে নিয়ে ‘জলকিরণ’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন নিরব।
শুক্রবার এলেই ইদানীং চিত্রনায়ক নিরবকে আর ঢাকায় পাওয়া যাচ্ছে না। সপ্তাহজুড়ে সিনেমা কিংবা বিজ্ঞাপনের শুটিং করে বৃহস্পতিবার রাতে বেরিয়ে পড়েন। পরদিন ভোরে দেশের যেকোনো প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ায় চেকইন দেন। এক সপ্তাহে সিলেট তো, আরেক সপ্তাহে চট্টগ্রাম কিংবা বরিশাল—প্রতি সপ্তাহেই ভিন্ন ভিন্ন জেলায় হাজির হন তিনি। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাঁর এই মিশন। নিরব বলেন, ‘ছয় মাসে বাংলাদেশের ৬৪টি জেলার ১০০টি উপজেলায় যাওয়ার পরিকল্পনা আছে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, ভোলাসহ দেশের ১২-১৪টি জেলার ২৫-৩০টি উপজেলায় গিয়েছি।’
কী মিশন নিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন নিরব? অভিনেতা জানালেন, ‘মার্কস ডেজার্ট কুইন’ নামে একটি রান্নার প্রতিযোগিতার জন্য বিভিন্ন জেলায় ঘুরতে হচ্ছে তাঁকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা রাঁধুনিকে। অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে হাজির হতে দেখা যাবে নিরবকে। সেরা রাঁধুনিকে বরণ করে নেন তিনি। বিজয়ীর হাতে তুলে দেন ফ্রিজ, ওভেন, টিভিসহ বিভিন্ন পুরস্কার।
‘মার্কস ডেজার্ট কুইন’ প্রতিযোগিতার শুটিং হয় প্রতি শুক্র ও শনিবার। তাই এ দুই দিন দেশের বিভিন্ন জেলায় কাটাচ্ছেন তিনি। নিরব বলেন, ‘এখন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্ব চলছে। ৬৪টি জেলার বাছাইপর্ব শেষে ঢাকায় গালা রাউন্ডে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। এই অভিজ্ঞতা আমার জন্য নতুন। কাজটি অত সহজ নয়। তবে আনন্দের বিষয় হচ্ছে, অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে। নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ভালো লাগছে।’ নিরব জানিয়েছেন, রোজা উপলক্ষে এক মাস এই প্রতিযোগিতার শুটিং বন্ধ থাকবে। ঈদের তিন দিন পর থেকে আবার শুরু হবে তাঁর দেশ সফর।
‘ক্যাসিনো’, ‘ফিরে দেখা’, ‘অমানুষ’সহ নিরব অভিনীত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এ মাসেই স্পর্শিয়াকে নিয়ে ‘জলকিরণ’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন নিরব।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪