Ajker Patrika

প্রধান আসামির গ্রেপ্তার দাবি পরিবারের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৭
প্রধান আসামির গ্রেপ্তার দাবি পরিবারের

চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে খেয়ারহাট বাজারে এ কর্মসূচি পালন করেন নিহতের পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী যোগ দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার ১২দিন অতিবাহিত হলেও মামলার এজাহারভুক্ত প্রধান আসামি স্থানীয় শাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়নি। এটি রহস্যজনক।

মানববন্ধনে সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাজু আহাম্মেদ সঞ্চালনা করেন। বক্তব্য দেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, সমাজসেবক বদরুদ্দৌজা, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহমান এবাদী, মায়ানী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু জাফর, সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওহিদুল আলম, ২ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল হক, নিহতের ছেলে বদরুদ্দৌজা তারেক, মঘাদিয়া সাউথ এডুকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নুর ইসলাম প্রমুখ।

নিহতের ছেলে তারেক বলেন, ‘ইউপি সদস্য বেলাল বাবার খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাঁকে শিগগিরই গ্রেপ্তার করতে হবে। একটি মহল বেলালকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ খুনের ঘটনায় জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘ইউপি সদস্য বেলাল এই হত্যার সঙ্গে জড়িত। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত