হিজলা ও মুলাদী প্রতিনিধি
হিজলায় দুই অটোরিকশার সংঘর্ষে আলী আহম্মেদ খান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে হিজলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনার পরপরই পুলিশ অটোরিকশা দুটিকে জব্দ করেছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে খুন্না বাজার এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আবুল হোসেনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলী আহম্মেদ খানের লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক বিল্লাল হোসেন জানান, বুধবার সন্ধ্যার পরে আলী আহম্মেদ খান গুয়াবাড়িয়া থেকে অটোরিকশা মুলাদী ওয়াজ শোনার জন্য যাচ্ছিলেন। অটোরিকশাটি বাংলাবাজার এলাকায় লালচান মজুমদারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিকে আসা দ্রুত গতির একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রী আলী আহম্মেদ খান মারাত্মক আহত হন এবং অন্যরা ছিটকে রাস্তায় পড়ে যান।
পথচারীরা আলী আহম্মেদ খানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আলী আহম্মেদ খান উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চরনরসিংহপুর গ্রামের আবদুল মজিদ খানের ছেলে।
মুলাদী হাসপাতালের চিকিৎসক অশোক সেন জানান, দুর্ঘটনায় আলী আহম্মেদ খানের হাঁটুর বাটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাথা ও মুখমণ্ডলে প্রচণ্ড আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথার আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, পুলিশ হাসপাতালে তদন্ত করেছে। তবে ঘটনাটি হিজলা থানার আওতায় হওয়ায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হিজলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, বেপরোয়া অটোরিকশা চালানোয় দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশা দুটিকে জব্দ এবং একজন চালককে আটক করা হয়েছে। আরেকজন চালকের খোঁজ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
হিজলায় দুই অটোরিকশার সংঘর্ষে আলী আহম্মেদ খান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে হিজলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনার পরপরই পুলিশ অটোরিকশা দুটিকে জব্দ করেছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে খুন্না বাজার এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আবুল হোসেনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলী আহম্মেদ খানের লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক বিল্লাল হোসেন জানান, বুধবার সন্ধ্যার পরে আলী আহম্মেদ খান গুয়াবাড়িয়া থেকে অটোরিকশা মুলাদী ওয়াজ শোনার জন্য যাচ্ছিলেন। অটোরিকশাটি বাংলাবাজার এলাকায় লালচান মজুমদারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিকে আসা দ্রুত গতির একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রী আলী আহম্মেদ খান মারাত্মক আহত হন এবং অন্যরা ছিটকে রাস্তায় পড়ে যান।
পথচারীরা আলী আহম্মেদ খানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আলী আহম্মেদ খান উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চরনরসিংহপুর গ্রামের আবদুল মজিদ খানের ছেলে।
মুলাদী হাসপাতালের চিকিৎসক অশোক সেন জানান, দুর্ঘটনায় আলী আহম্মেদ খানের হাঁটুর বাটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাথা ও মুখমণ্ডলে প্রচণ্ড আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথার আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, পুলিশ হাসপাতালে তদন্ত করেছে। তবে ঘটনাটি হিজলা থানার আওতায় হওয়ায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হিজলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, বেপরোয়া অটোরিকশা চালানোয় দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশা দুটিকে জব্দ এবং একজন চালককে আটক করা হয়েছে। আরেকজন চালকের খোঁজ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে