Ajker Patrika

সংঘর্ষের মধ্যে পড়ে ২ স্কুল শিক্ষার্থী আহত

বরুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ২৯
সংঘর্ষের মধ্যে পড়ে ২ স্কুল শিক্ষার্থী আহত

বরুড়া উপজেলার ঝলম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঝলম বাজারে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যখানে পড়ে আহত হয়েছেন দুই স্কুল শিক্ষার্থী।

এই ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খায়রুল এনাম ইয়াকুব এবং দলটির বিদ্রোহী হয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন নূরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এদিকে বাড়ি ফেরার পথে ঝলম উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী সংঘর্ষের মধ্যে পড়ে যায়। এতে রিগান ও তিশা নামের দুই শিক্ষার্থী আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে কর্তব্যরত চিকিৎসক রিগান (১৬) নামের একজন শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর তিশাকে (১৫) চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

আহত রিগান বিলপুপুকুরিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। আর তিশা ঝলম হজারপাড় গ্রামের মো. শাহজালালের মেয়ে। দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে উপজেলা প্রশাসন ঝলম উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজকে দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেন। আগামী সোমবার থেকে স্কুল খোলা থাকবে। এ ছাড়া পুলিশ ঝলম ইউপির প্রবেশ মুখে ফকির মোকাম এলাকায় চেকপোস্ট বসিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি পলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থী আহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত