বগুড়া প্রতিনিধি

বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারিতে বেশ কয়েকজন ছাত্রীর নাম একাধিকবার উঠেছে। এ নিয়ে অভিভাবকেরা লটারি কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানও বিব্রতকর অবস্থায় পড়েছেন।
দেশের সব সরকারি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত সোমবার বিকেল পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে দেখা যায় বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) শরমিলা আক্তার নামের এক ছাত্রীর নাম তিনবার এসেছে। মেধাতালিকার প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ অবস্থানে তার নাম রয়েছে। শরমিলার নাম ও ছবির সঙ্গে তিনটি জন্মনিবন্ধন নম্বর ২০১৪১০১২১৭৭১০৯৭৮৭, ২০১৩১০১৮৪৫৩১০৫৩৬৪ ও ২০১৪১০১২০৭৭১০৯৭৮৭ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার আবেদনের সময় করা ইউজার আইডিতে ভিন্নতা রয়েছে। শরমিলা ছাড়া আরও সাতজন ছাত্রীর নাম লটারিতে একাধিকবার উঠেছে।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, লটারিতে ব্যবহার করা সফটওয়্যারের দুর্বলতার কারণে একজনের নাম একাধিকবার আসার সুযোগ হয়েছে।
আনোয়ারুল ইসলাম আরও জানান, ‘একজন ছাত্রীর তিনবারসহ আরও কয়েকজনের নাম লটারিতে একাধিকবার আসায় আমরাও বিব্রত। কেন্দ্রীয়ভাবে লটারির কার্যক্রম পরিচালিত হওয়ায় এ বিষয়ে আমরা নিশ্চিত কিছু বলতে পারব না।’
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা যায়, এবার এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৭৭৯ ছাত্রী তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে প্রভাতি ও দিবা শাখায় ২০৬ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, ‘আটজন শিক্ষার্থীর নাম একাধিকবার লটারিতে উঠেছে। সফটওয়্যারে জটিলতার কারণে এমনটি হতে পারে। বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। যাদের নাম একাধিকবার লটারিতে উঠেছে তাদের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারিতে বেশ কয়েকজন ছাত্রীর নাম একাধিকবার উঠেছে। এ নিয়ে অভিভাবকেরা লটারি কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানও বিব্রতকর অবস্থায় পড়েছেন।
দেশের সব সরকারি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত সোমবার বিকেল পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে দেখা যায় বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) শরমিলা আক্তার নামের এক ছাত্রীর নাম তিনবার এসেছে। মেধাতালিকার প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ অবস্থানে তার নাম রয়েছে। শরমিলার নাম ও ছবির সঙ্গে তিনটি জন্মনিবন্ধন নম্বর ২০১৪১০১২১৭৭১০৯৭৮৭, ২০১৩১০১৮৪৫৩১০৫৩৬৪ ও ২০১৪১০১২০৭৭১০৯৭৮৭ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার আবেদনের সময় করা ইউজার আইডিতে ভিন্নতা রয়েছে। শরমিলা ছাড়া আরও সাতজন ছাত্রীর নাম লটারিতে একাধিকবার উঠেছে।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, লটারিতে ব্যবহার করা সফটওয়্যারের দুর্বলতার কারণে একজনের নাম একাধিকবার আসার সুযোগ হয়েছে।
আনোয়ারুল ইসলাম আরও জানান, ‘একজন ছাত্রীর তিনবারসহ আরও কয়েকজনের নাম লটারিতে একাধিকবার আসায় আমরাও বিব্রত। কেন্দ্রীয়ভাবে লটারির কার্যক্রম পরিচালিত হওয়ায় এ বিষয়ে আমরা নিশ্চিত কিছু বলতে পারব না।’
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা যায়, এবার এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৭৭৯ ছাত্রী তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে প্রভাতি ও দিবা শাখায় ২০৬ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, ‘আটজন শিক্ষার্থীর নাম একাধিকবার লটারিতে উঠেছে। সফটওয়্যারে জটিলতার কারণে এমনটি হতে পারে। বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। যাদের নাম একাধিকবার লটারিতে উঠেছে তাদের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫