Ajker Patrika

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২: ৫৪
ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

দ্বিতীয়বারের মতো দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভর্তি–ইচ্ছুক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৪ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ১৯৩ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৯৬ দশমিক ৪৬ শতাংশ। ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা, থানা গেটসংলগ্ন জায়গায় অভিভাবক কর্নার ও ডায়না চত্বরে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা ছিল।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত