Ajker Patrika

২০০ দৌড়বিদের হাফ ম্যারাথন

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
২০০ দৌড়বিদের হাফ ম্যারাথন

পার্বত্য শহর রাঙামাটিতে প্রথমবারের মতো ‘নাভানা রাঙামাটি হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। ‘রাঙামাটি রানার্স’ এবং শিক্ষা ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘মেডিসিন ক্লাব’-এর যৌথ উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় এ প্রতিযোগিতা হয়। দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন এলাকা থেকে দুই শ দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার ১০ কিলোমিটার ক্যাটাগরির পুরুষ বিভাগে ৪৫ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন সাক নাহিদ। ৪৬ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে মো. শরিফুল ইসলাম প্রথম রানার আপ এবং ৪৭ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে শাকিল সিদ্দিকী দ্বিতীয় রানার আপ হন।

নারী বিভাগে ১ ঘণ্টা ৭ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন শবনম আক্তার। ১ ঘণ্টা ৩২ মিনিট ৪৯ সেকেন্ড সময় নিয়ে শারমিন আক্তার শিল্পা প্রথম রানার আপ এবং ১ ঘণ্টা ৩৪ মিনিট ৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় রানার আপ হন রাঙামাটির আকাশ লীনা চাকমা।

২১ দশমিক ১০ কিমি হাফ ম্যারাথন ক্যাটাগরির পুরুষ বিভাগে ১ ঘণ্টা ৫০ মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন রাঙামাটির নবজীব চাকমা, ১ ঘণ্টা ৫১ মিনিট ৬ সেকেন্ড সময় নিয়ে রাঙামাটির উৎস চাকমা প্রথম রানার আপ এবং ১ ঘণ্টা ৫৪ মিনিট ২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় রানার আপ হন ফোরহান জামান। মহিলা বিভাগে একমাত্র অংশগ্রহণকারী মমতাজ বেগম নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করে চ্যাম্পিয়ন হন।

ভোর ৬টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সকাল ১০টার দিকে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ মো. তাছাদ্দিক হোসেন কবীর, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাংবাদিক সুনীল কান্তি দে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত