বিনোদন প্রতিবেদক, ঢাকা
শখের বশে নায়িকা হয়েছিলেন গায়িকা পড়শী। আট বছর আগে প্রথম অভিনয় করেন শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায়। এরপর আর ওপথে পা বাড়াননি দীর্ঘদিন। গত রোজার ঈদের জন্য আবার গল্পের চরিত্র হয়ে দাঁড়ান ক্যামেরার সামনে। তাঁর অভিনীত প্রথম নাটক ‘মারিয়া ওয়ান পিস’ প্রশংসিত হলে কোরবানির ঈদের আরেকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পান। প্রথম নাটকে পড়শীর নায়ক ছিলেন কলকাতার ঋষি কৌশিক। দ্বিতীয় নাটক ‘শাদি মোবারক’-এ মুশফিক ফারহানকে পান নায়ক হিসেবে। সম্প্রতি ক্যারিয়ারের তৃতীয় নাটকের শুটিং সেরে ফেললেন পড়শী। ‘এখানে প্রেম শেখানো হয়’ নামের এ নাটকে পড়শী হয়েছেন ইয়াশ রোহানের নায়িকা।
রাজধানীর উত্তরায় গত রোববার শেষ হয়েছে নাটকটির শুটিং। লিখেছেন ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। তিনি জানালেন, পড়শীকে কেন্দ্র করেই লেখা হয়েছে গল্প। বর্তমান প্রজন্মের বড় একটি অংশের বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়েছে গল্পে। এতে পড়শী অভিনয় করেছেন সুস্মিতা চরিত্রে আর রিমন চরিত্রে আছেন ইয়াশ।
ইন্টারনেটের সুবাদে তরুণ প্রজন্মের বেশির ভাগ ছেলেমেয়ে হয়ে পড়েছে প্রযুক্তিনির্ভর। জীবনের সব সমাধান গুগলেই খোঁজে তারা। পড়শীর যে চরিত্র, সুস্মিতা, তেমনই একটি মেয়ে। গুগলই তার বিশ্বস্ত বন্ধু। পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী—কারও সঙ্গে তেমন মেশে না। সারাক্ষণ পড়ে থাকে মোবাইল ফোন আর ল্যাপটপ নিয়ে। ফলে আশপাশের মানুষের থেকে, বাস্তবতা থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে সে। সুস্মিতারূপী পড়শীর এই পরিস্থিতি তাকে কোন পরিণতির দিকে নিয়ে যাবে, সেটা দেখা যাবে রোজার ঈদে। ‘এখানে প্রেম শেখানো হয়’ আরটিভির ঈদের বিশেষ নাটক হিসেবে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
গত দুই ঈদে দুটি নাটক প্রচার হয়েছে পড়শীর। সামনের ঈদেও থাকবে তাঁর অভিনীত নাটক। পড়শী কি শুধু নাটকেই অভিনয় করবেন নাকি ভবিষ্যতে তাঁকে পাওয়া যাবে ওয়েব সিরিজ-সিনেমাতেও? গায়িকা বলেন, ‘অভিনয় করছি কৌতূহলে। প্রথম নাটকে ভয়ে ভয়ে অভিনয় করেছিলাম। দর্শক বেশ প্রশংসা করেছিলেন। সেই সূত্রে আরও দুটি নাটকে কাজ করা হলো। আমি গানের মানুষ, অভিনয় কতখানি পারি জানি না। গান নিয়েই আছি। অভিনয় নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই।’
শখের বশে নায়িকা হয়েছিলেন গায়িকা পড়শী। আট বছর আগে প্রথম অভিনয় করেন শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায়। এরপর আর ওপথে পা বাড়াননি দীর্ঘদিন। গত রোজার ঈদের জন্য আবার গল্পের চরিত্র হয়ে দাঁড়ান ক্যামেরার সামনে। তাঁর অভিনীত প্রথম নাটক ‘মারিয়া ওয়ান পিস’ প্রশংসিত হলে কোরবানির ঈদের আরেকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পান। প্রথম নাটকে পড়শীর নায়ক ছিলেন কলকাতার ঋষি কৌশিক। দ্বিতীয় নাটক ‘শাদি মোবারক’-এ মুশফিক ফারহানকে পান নায়ক হিসেবে। সম্প্রতি ক্যারিয়ারের তৃতীয় নাটকের শুটিং সেরে ফেললেন পড়শী। ‘এখানে প্রেম শেখানো হয়’ নামের এ নাটকে পড়শী হয়েছেন ইয়াশ রোহানের নায়িকা।
রাজধানীর উত্তরায় গত রোববার শেষ হয়েছে নাটকটির শুটিং। লিখেছেন ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। তিনি জানালেন, পড়শীকে কেন্দ্র করেই লেখা হয়েছে গল্প। বর্তমান প্রজন্মের বড় একটি অংশের বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়েছে গল্পে। এতে পড়শী অভিনয় করেছেন সুস্মিতা চরিত্রে আর রিমন চরিত্রে আছেন ইয়াশ।
ইন্টারনেটের সুবাদে তরুণ প্রজন্মের বেশির ভাগ ছেলেমেয়ে হয়ে পড়েছে প্রযুক্তিনির্ভর। জীবনের সব সমাধান গুগলেই খোঁজে তারা। পড়শীর যে চরিত্র, সুস্মিতা, তেমনই একটি মেয়ে। গুগলই তার বিশ্বস্ত বন্ধু। পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী—কারও সঙ্গে তেমন মেশে না। সারাক্ষণ পড়ে থাকে মোবাইল ফোন আর ল্যাপটপ নিয়ে। ফলে আশপাশের মানুষের থেকে, বাস্তবতা থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে সে। সুস্মিতারূপী পড়শীর এই পরিস্থিতি তাকে কোন পরিণতির দিকে নিয়ে যাবে, সেটা দেখা যাবে রোজার ঈদে। ‘এখানে প্রেম শেখানো হয়’ আরটিভির ঈদের বিশেষ নাটক হিসেবে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
গত দুই ঈদে দুটি নাটক প্রচার হয়েছে পড়শীর। সামনের ঈদেও থাকবে তাঁর অভিনীত নাটক। পড়শী কি শুধু নাটকেই অভিনয় করবেন নাকি ভবিষ্যতে তাঁকে পাওয়া যাবে ওয়েব সিরিজ-সিনেমাতেও? গায়িকা বলেন, ‘অভিনয় করছি কৌতূহলে। প্রথম নাটকে ভয়ে ভয়ে অভিনয় করেছিলাম। দর্শক বেশ প্রশংসা করেছিলেন। সেই সূত্রে আরও দুটি নাটকে কাজ করা হলো। আমি গানের মানুষ, অভিনয় কতখানি পারি জানি না। গান নিয়েই আছি। অভিনয় নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে