নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লার্ভা পেলেই কঠোর ব্যবস্থা: আতিক
এডিসের লার্ভা পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।’
উত্তরায় গতকাল বুধবার এডিস ও ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশকনিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র আতিক। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মেয়র।
এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ংকর হতে পারে। আমার কথা হলো, আমরা সাধ্যমতো চেষ্টা করব। যা যা করা দরকার আমার কাউন্সিলদের নিয়ে, সিটি করপোরেশন তাই করব। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করা হবে।’
মশক বিভাগকে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘অভিযানের সময় সব কর্মীদের ছুটি বাতিল করা হলো। এ সময় আপনারা সবাই মিলে কাজ করবেন। আমাদের কাউন্সিলররা মাঠে থাকবেন। আমাদের মহিলা কাউন্সিলররা মাঠে থাকবেন। সামাজিকভাবে সব স্কুলে, পাড়া-মহল্লা, মসজিদের খুতবায় যেন সচেতনতামূলক কথাবার্তা বলা হয়, সেই নির্দেশনাও দিচ্ছি।’
মশার বংশবৃদ্ধিতে যারা সুযোগ করে দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আতিক বলেন, সরকারি হোক, বেসরকারি হোক কিংবা আধা সরকারি প্রতিষ্ঠান হোক, এডিসের লার্ভা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা করা হবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।
লার্ভা জন্মাচ্ছে নোংরা ছাদবাগানে: তাপস
পরিচর্যাবিহীন ছাদবাগান ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে মিলব্যারাক-সংলগ্ন ধোলাইখাল পাম্পস্টেশন ও জলাধার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন মেয়র তিনটি বাড়ির ছাদবাগান পরিদর্শন করেন। ছাদে যেখানে যেখানে পানি জমে আছে, সেখানে কীটনাশক প্রয়োগের নির্দেশ দেন। মেয়র বলেন, ‘আপনারা দেখছেন, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত বছর একটানা চার মাস বৃষ্টি হয়েছে। এবারও যদি সে রকম হয়, তাহলে আমাদের জন্য কাজ করা অত্যন্ত কঠিন হবে। কারণ, আমাদের বাসায় বাসায়, স্থাপনায়, বাড়ির আনাচে-কানাচে, ছাদবাগানে বৃষ্টির পানি জমে থাকে। ছাদবাগানগুলো যেন সঠিকভাবে পরিচর্যা করা হয়। কারণ, অপরিচর্যিত বাগানে পানি জমে থাকে, লার্ভা জন্মায়।’
এর আগে মেয়র তাপস ওয়ারীর ৩৮ নম্বর ওয়ার্ডে পরিচালিত এডিস নিয়ন্ত্রণে বিশেষ চিরুনি অভিযানের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাপস বলেন, ‘বর্ষা মৌসুম শুরু হলে আমাদের দুটি মূল কাজ অগ্রাধিকার পায়। একটি হলো মশকনিধন আর দ্বিতীয়টি জলাবদ্ধতা নিরসন। বর্ষা মৌসুমের আগেই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রাক্ মৌসুমের একটি জরিপ করা হয়েছে। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ এবং চারটি ওয়ার্ডকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সাতটি ওয়ার্ডে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি।’
আষাঢ় মাস থেকে মূল অভিযান শুরু হবে জানিয়ে মেয়র বলেন, ‘এরই মধ্যে আমরা সরকারের কাছে ১০টি অঞ্চলের জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি, যাতে করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায়। এ মাসের ১৬ তারিখে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে যাচ্ছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান প্রমুখ।
লার্ভা পেলেই কঠোর ব্যবস্থা: আতিক
এডিসের লার্ভা পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।’
উত্তরায় গতকাল বুধবার এডিস ও ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশকনিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র আতিক। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মেয়র।
এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ংকর হতে পারে। আমার কথা হলো, আমরা সাধ্যমতো চেষ্টা করব। যা যা করা দরকার আমার কাউন্সিলদের নিয়ে, সিটি করপোরেশন তাই করব। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করা হবে।’
মশক বিভাগকে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘অভিযানের সময় সব কর্মীদের ছুটি বাতিল করা হলো। এ সময় আপনারা সবাই মিলে কাজ করবেন। আমাদের কাউন্সিলররা মাঠে থাকবেন। আমাদের মহিলা কাউন্সিলররা মাঠে থাকবেন। সামাজিকভাবে সব স্কুলে, পাড়া-মহল্লা, মসজিদের খুতবায় যেন সচেতনতামূলক কথাবার্তা বলা হয়, সেই নির্দেশনাও দিচ্ছি।’
মশার বংশবৃদ্ধিতে যারা সুযোগ করে দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আতিক বলেন, সরকারি হোক, বেসরকারি হোক কিংবা আধা সরকারি প্রতিষ্ঠান হোক, এডিসের লার্ভা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা করা হবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।
লার্ভা জন্মাচ্ছে নোংরা ছাদবাগানে: তাপস
পরিচর্যাবিহীন ছাদবাগান ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে মিলব্যারাক-সংলগ্ন ধোলাইখাল পাম্পস্টেশন ও জলাধার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন মেয়র তিনটি বাড়ির ছাদবাগান পরিদর্শন করেন। ছাদে যেখানে যেখানে পানি জমে আছে, সেখানে কীটনাশক প্রয়োগের নির্দেশ দেন। মেয়র বলেন, ‘আপনারা দেখছেন, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত বছর একটানা চার মাস বৃষ্টি হয়েছে। এবারও যদি সে রকম হয়, তাহলে আমাদের জন্য কাজ করা অত্যন্ত কঠিন হবে। কারণ, আমাদের বাসায় বাসায়, স্থাপনায়, বাড়ির আনাচে-কানাচে, ছাদবাগানে বৃষ্টির পানি জমে থাকে। ছাদবাগানগুলো যেন সঠিকভাবে পরিচর্যা করা হয়। কারণ, অপরিচর্যিত বাগানে পানি জমে থাকে, লার্ভা জন্মায়।’
এর আগে মেয়র তাপস ওয়ারীর ৩৮ নম্বর ওয়ার্ডে পরিচালিত এডিস নিয়ন্ত্রণে বিশেষ চিরুনি অভিযানের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাপস বলেন, ‘বর্ষা মৌসুম শুরু হলে আমাদের দুটি মূল কাজ অগ্রাধিকার পায়। একটি হলো মশকনিধন আর দ্বিতীয়টি জলাবদ্ধতা নিরসন। বর্ষা মৌসুমের আগেই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রাক্ মৌসুমের একটি জরিপ করা হয়েছে। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ এবং চারটি ওয়ার্ডকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সাতটি ওয়ার্ডে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি।’
আষাঢ় মাস থেকে মূল অভিযান শুরু হবে জানিয়ে মেয়র বলেন, ‘এরই মধ্যে আমরা সরকারের কাছে ১০টি অঞ্চলের জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি, যাতে করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায়। এ মাসের ১৬ তারিখে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে যাচ্ছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে