বিনোদন ডেস্ক
৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় ‘খড়কুটো’। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে ‘খড়কুটো’র নাম বদলে রাখা হয়েছে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রচার হবে স্টার প্লাসে।
‘খড়কুটো’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি ‘খড়কুটো’র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।
তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে ‘কাভি কাভি ইত্তেফাক সে’ সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসে আছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, ‘জীবনের সবচেয়ে বড় জুয়া কী জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।’
ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে ‘খড়কুটো’র রিমেক ‘কাভি কাভি ইত্তেফাক সে’র গল্প।
‘সৌজন্য’ কৌশিক এবং ‘গুনগুন’ তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টিকুটুম’। হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।
‘খড়কুটো’ প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় ‘খড়কুটো’। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে ‘খড়কুটো’র নাম বদলে রাখা হয়েছে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রচার হবে স্টার প্লাসে।
‘খড়কুটো’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি ‘খড়কুটো’র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।
তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে ‘কাভি কাভি ইত্তেফাক সে’ সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসে আছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, ‘জীবনের সবচেয়ে বড় জুয়া কী জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।’
ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে ‘খড়কুটো’র রিমেক ‘কাভি কাভি ইত্তেফাক সে’র গল্প।
‘সৌজন্য’ কৌশিক এবং ‘গুনগুন’ তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টিকুটুম’। হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।
‘খড়কুটো’ প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে