মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র সরকারি পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। নির্ধারিত সময় শেষ হয়েছে আড়াই বছর। এ পর্যন্ত দৃশ্যমান শুধু সীমানাপ্রাচীর। এখন চলছে ভূমি উন্নয়নকাজ। নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হওয়ায় ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। অর্থাৎ ৪০ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্পটি সংশোধনের পর দাঁড়িয়েছে ৯২ কোটি টাকায়। কাজ শেষ করতে সময় চাওয়া হয়েছে আরও সাড়ে তিন বছর।
এদিকে প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে হতাশ স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। এতেই ব্যয় ও সময় বাড়ছে।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে পর্যটনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৭ সালে। এ জেলার পর্যটনের বিকাশে অর্ধশতাব্দীর সবচেয়ে বড় প্রকল্প এটি। শহরের অদূরে মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুসংলগ্ন এলাকায় ৪৪ একর জমির ওপর পর্যটনকেন্দ্র নির্মাণ প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয় ৪০ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্প প্রস্তাবে বলা হয়, সেখানে হোটেল কমপ্লেক্স, বিনোদন, ভ্রমণ, বাণিজ্যিক পর্যটন, খেলাধুলাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। নির্মাণকাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকের পদচারণে মুখর হবে চাঁপাইনবাবগঞ্জ।
স্থানীয় বাসিন্দা অনিকুল ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত কোনো পর্যটনকেন্দ্র নেই। ৬ বছর আগে শেখ হাসিনা সেতু এলাকায় পর্যটনকেন্দ্র নির্মাণের খবরে সরকারকে সাধুবাদ জানিয়েছিলেন এলাকার মানুষ। তবে আজ পর্যন্ত প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এটা হতাশার। আমরা চাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হোক।’
ওই এলাকার আরেক যুবক সাব্বির আহমেদ বলেন, ‘প্রকল্পটিতে এখন শুধু সীমানাপ্রাচীর ও বালু ভরাট করা হয়েছে। আর কোনো কাজ হয়নি। এখন শীত মৌসুম চলছে; পর্যটক আসার সময়। কিন্তু ভালো মানের থাকার ব্যবস্থা না থাকায় অনেকে এসে ফিরে যাচ্ছেন। আমপ্রধান অঞ্চল হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে দেশ ও দেশের বাইরের লোকজন আসেন। আধুনিক সুযোগ-সুবিধা পেলে সেখান থেকে এলাকার অর্থনীতি চাঙা হবে; পাশাপাশি হাজারো বেকার যুবকের কর্মসংস্থান হবে।’
সদর উপজেলার ব্যবসায়ী আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটনকেন্দ্রটি দ্রুত চালু হলে স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের। এখানে দেশি-বিদেশি পর্যটক এলে সার্বিকভাবে লাভবান হবে এই অঞ্চলের মানুষ।’
চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘আরও বেশি জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্পটির পরিকল্পনায় সংশোধনী আনা হয়েছে। পরিবর্তন হয়েছে অবকাঠামোর নকশায়। এতে ব্যয় ও সময়—দুটোই বাড়ছে। একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে প্রকল্পটি। অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে।’ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে এক জনসভায় পর্যটনকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে পর্যটনের বিকাশে অনেক সুযোগ রয়েছে, আমরা সেটি কাজে লাগাতে চাই।’
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র সরকারি পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। নির্ধারিত সময় শেষ হয়েছে আড়াই বছর। এ পর্যন্ত দৃশ্যমান শুধু সীমানাপ্রাচীর। এখন চলছে ভূমি উন্নয়নকাজ। নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হওয়ায় ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। অর্থাৎ ৪০ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্পটি সংশোধনের পর দাঁড়িয়েছে ৯২ কোটি টাকায়। কাজ শেষ করতে সময় চাওয়া হয়েছে আরও সাড়ে তিন বছর।
এদিকে প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে হতাশ স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। এতেই ব্যয় ও সময় বাড়ছে।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে পর্যটনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৭ সালে। এ জেলার পর্যটনের বিকাশে অর্ধশতাব্দীর সবচেয়ে বড় প্রকল্প এটি। শহরের অদূরে মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুসংলগ্ন এলাকায় ৪৪ একর জমির ওপর পর্যটনকেন্দ্র নির্মাণ প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয় ৪০ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্প প্রস্তাবে বলা হয়, সেখানে হোটেল কমপ্লেক্স, বিনোদন, ভ্রমণ, বাণিজ্যিক পর্যটন, খেলাধুলাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। নির্মাণকাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকের পদচারণে মুখর হবে চাঁপাইনবাবগঞ্জ।
স্থানীয় বাসিন্দা অনিকুল ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত কোনো পর্যটনকেন্দ্র নেই। ৬ বছর আগে শেখ হাসিনা সেতু এলাকায় পর্যটনকেন্দ্র নির্মাণের খবরে সরকারকে সাধুবাদ জানিয়েছিলেন এলাকার মানুষ। তবে আজ পর্যন্ত প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এটা হতাশার। আমরা চাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হোক।’
ওই এলাকার আরেক যুবক সাব্বির আহমেদ বলেন, ‘প্রকল্পটিতে এখন শুধু সীমানাপ্রাচীর ও বালু ভরাট করা হয়েছে। আর কোনো কাজ হয়নি। এখন শীত মৌসুম চলছে; পর্যটক আসার সময়। কিন্তু ভালো মানের থাকার ব্যবস্থা না থাকায় অনেকে এসে ফিরে যাচ্ছেন। আমপ্রধান অঞ্চল হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে দেশ ও দেশের বাইরের লোকজন আসেন। আধুনিক সুযোগ-সুবিধা পেলে সেখান থেকে এলাকার অর্থনীতি চাঙা হবে; পাশাপাশি হাজারো বেকার যুবকের কর্মসংস্থান হবে।’
সদর উপজেলার ব্যবসায়ী আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটনকেন্দ্রটি দ্রুত চালু হলে স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের। এখানে দেশি-বিদেশি পর্যটক এলে সার্বিকভাবে লাভবান হবে এই অঞ্চলের মানুষ।’
চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘আরও বেশি জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্পটির পরিকল্পনায় সংশোধনী আনা হয়েছে। পরিবর্তন হয়েছে অবকাঠামোর নকশায়। এতে ব্যয় ও সময়—দুটোই বাড়ছে। একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে প্রকল্পটি। অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে।’ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে এক জনসভায় পর্যটনকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে পর্যটনের বিকাশে অনেক সুযোগ রয়েছে, আমরা সেটি কাজে লাগাতে চাই।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪