কিশোরগঞ্জ প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আজ। প্রতিবছরের মতো এবারও জাঁকজমকভাবে কিশোরগঞ্জে উদ্যাপিত হবে সরস্বতী পূজা। বিদ্যা ও সংগীতের দেবী হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতীকে পূজা করে থাকেন। মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা হয়। গতকাল শুক্রবার কিশোরগঞ্জের বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে গেলে দেখা যায় পূজার শেষ আয়োজন। বিদ্যা ও জ্ঞানলাভের জন্য সকাল থেকে উপজেলার বিভিন্ন মণ্ডপে পূজা ও অঞ্জলিতে মেতে উঠবেন বিদ্যার্থীরা।
সরস্বতী পূজা উপলক্ষে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি প্রাঙ্গণে বসেছিল প্রতিমার হাট। গতকাল ছিল হাটের শেষ দিন। গতকাল বিকেলে ওই হাটে গেলে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী প্রতিমা কিনতে ভিড় করছেন। হাটে সাজানো রয়েছে সরস্বতী প্রতিমার সারি। এ হাটে বিভিন্ন জায়গা থেকে আসা ৮-১০ জন প্রতিমা কারিগর অংশ নিয়েছেন।
ভক্তদের চাহিদা মোতাবেক চলছে প্রতিমার অবয়ব ও গায়ে রঙের প্রলেপের কাজ। ভক্তরা যেভাবে দেবী সরস্বতীকে উপস্থাপন করতে চাচ্ছেন, কারিগরেরা সেভাবেই কাজ করে যাচ্ছেন। আকারভেদে প্রতিমার মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৪০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা।
কিশোরগঞ্জে ধুলদিয়া গচিহাটার প্রতিমা কারিগর নারায়ণ পাল জানান, তিন বছর ধরে এ হাটে প্রতিমা বিক্রি করে আসছেন। মাটির কাজ করে সংসার চালানো কঠিন এখন। তবে এ হাটে প্রতিমা বিক্রি ভালোই হয়।
প্রতিমা কিনতে আসা কলেজছাত্রী পুষ্পিতা রানী রায় বলেন, ‘প্রতিবছরই বাসায় সরস্বতী পূজা করে থাকি। প্রতিবছর এখান থেকে প্রতিমা নিয়ে যাই। এখানে এলে সত্যিই খুব ভালো লাগে। প্রতিটি প্রতিমা রূপ-সৌন্দর্য্যে অনন্য।
তাড়াইল উপজেলা থেকে প্রতিমার হাটে এসেছেন সুবল চন্দ্র দাস। তিনি বলেন, ‘আমরা দলবেঁধে কয়েকজন প্রতিমা কিনতে এসেছি। তিন দিন আগে সাড়ে ৮ হাজার টাকায় একটি প্রতিমা বায়না করেছিলাম। আজ নিতে এসেছি।’
শ্রী শ্রী কালীবাড়ির সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র রায় বলেন, ‘ভক্তদের চাহিদা মোতাবেক প্রতিবছরের মতো এবারও আমরা হাটের আয়োজন করেছি। পুজোর প্রায় এক মাস আগে থেকে কারিগরেরা কাজ শুরু করেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থাও কালীবাড়ির পক্ষ থেকে করা হয়। প্রতিমা কারিগরেরা এখানে প্রতিবছরই বেশ ভালো একটা লভ্যাংশ নিয়ে বাড়ি ফিরতে পারেন।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আজ। প্রতিবছরের মতো এবারও জাঁকজমকভাবে কিশোরগঞ্জে উদ্যাপিত হবে সরস্বতী পূজা। বিদ্যা ও সংগীতের দেবী হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতীকে পূজা করে থাকেন। মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা হয়। গতকাল শুক্রবার কিশোরগঞ্জের বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে গেলে দেখা যায় পূজার শেষ আয়োজন। বিদ্যা ও জ্ঞানলাভের জন্য সকাল থেকে উপজেলার বিভিন্ন মণ্ডপে পূজা ও অঞ্জলিতে মেতে উঠবেন বিদ্যার্থীরা।
সরস্বতী পূজা উপলক্ষে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি প্রাঙ্গণে বসেছিল প্রতিমার হাট। গতকাল ছিল হাটের শেষ দিন। গতকাল বিকেলে ওই হাটে গেলে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী প্রতিমা কিনতে ভিড় করছেন। হাটে সাজানো রয়েছে সরস্বতী প্রতিমার সারি। এ হাটে বিভিন্ন জায়গা থেকে আসা ৮-১০ জন প্রতিমা কারিগর অংশ নিয়েছেন।
ভক্তদের চাহিদা মোতাবেক চলছে প্রতিমার অবয়ব ও গায়ে রঙের প্রলেপের কাজ। ভক্তরা যেভাবে দেবী সরস্বতীকে উপস্থাপন করতে চাচ্ছেন, কারিগরেরা সেভাবেই কাজ করে যাচ্ছেন। আকারভেদে প্রতিমার মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৪০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা।
কিশোরগঞ্জে ধুলদিয়া গচিহাটার প্রতিমা কারিগর নারায়ণ পাল জানান, তিন বছর ধরে এ হাটে প্রতিমা বিক্রি করে আসছেন। মাটির কাজ করে সংসার চালানো কঠিন এখন। তবে এ হাটে প্রতিমা বিক্রি ভালোই হয়।
প্রতিমা কিনতে আসা কলেজছাত্রী পুষ্পিতা রানী রায় বলেন, ‘প্রতিবছরই বাসায় সরস্বতী পূজা করে থাকি। প্রতিবছর এখান থেকে প্রতিমা নিয়ে যাই। এখানে এলে সত্যিই খুব ভালো লাগে। প্রতিটি প্রতিমা রূপ-সৌন্দর্য্যে অনন্য।
তাড়াইল উপজেলা থেকে প্রতিমার হাটে এসেছেন সুবল চন্দ্র দাস। তিনি বলেন, ‘আমরা দলবেঁধে কয়েকজন প্রতিমা কিনতে এসেছি। তিন দিন আগে সাড়ে ৮ হাজার টাকায় একটি প্রতিমা বায়না করেছিলাম। আজ নিতে এসেছি।’
শ্রী শ্রী কালীবাড়ির সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র রায় বলেন, ‘ভক্তদের চাহিদা মোতাবেক প্রতিবছরের মতো এবারও আমরা হাটের আয়োজন করেছি। পুজোর প্রায় এক মাস আগে থেকে কারিগরেরা কাজ শুরু করেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থাও কালীবাড়ির পক্ষ থেকে করা হয়। প্রতিমা কারিগরেরা এখানে প্রতিবছরই বেশ ভালো একটা লভ্যাংশ নিয়ে বাড়ি ফিরতে পারেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে