নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে সিরিজ শেষ হচ্ছে আজ। গত কদিনে অধিনায়ক-কোচের সঙ্গে একাধিক সভা হয়েছে নির্বাচক প্যানেলের। তাঁদের মত নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল চূড়ান্ত নির্বাচকদের। রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন হয়ে গেলেই আনুষ্ঠানিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার কথা আগামীকাল।
বিশ্বকাপ দলে কারা থাকছেন, এমন ১৩-১৪ জন খেলোয়াড়ের নাম অনায়াসে বলে দেওয়া যাচ্ছিল আগে থেকেই। আলোচনা ছিল এক-দুটি জায়গা নিয়ে। গতকাল বিসিবির এক নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘আগামী পরশু (আগামীকাল) ঘোষণা হবে বিশ্বকাপের দল। আমাদের দল চূড়ান্ত।’ লম্বা সময় পর ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন পেয়েছেন বিশ্বকাপ দলের টিকিট, জিম্বাবুয়ে সিরিজের শুরুতেই সেটি জানা গেছে। একটি জায়গা নিয়ে বেশ কথা হচ্ছিল। সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের সঙ্গে একজন বাড়তি স্পিনার নাকি তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিনের সঙ্গে পঞ্চম পেসার নিয়ে যাবে বাংলাদেশ।
দলীয় সূত্রে জানা গেছে, পঞ্চম পেসার হিসেবে যুব বিশ্বকাপজয়ী তানজিম সাকিবের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে ‘দর্শক’ হয়ে দেখতে হতে পারে ২০ ওভারের বিশ্বকাপ। তাঁকে অবশ্য এই জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। পাঁচ পেসার নেওয়ার যুক্তি নিয়ে বিসিবি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে পেসাররা সাধারণত বেশি সুবিধা পেয়ে থাকেন। আর যুক্তরাষ্ট্রের ড্রপ-ইন-উইকেট যেহেতু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, উইকেট অনেকটা অজি কন্ডিশনের মতোই হতে পারে। সে কারণে পেস বিভাগ শক্তিশালী রাখতে চায় বাংলাদেশ দল। চোট কিংবা অন্য কোনো সমস্যায় সাকিবকে পাওয়া নিয়ে যদি কোনো সমস্যা হয়, সে ক্ষেত্রে বাঁহাতি স্পিনে বিকল্প কী হতে পারে, সেটি নিয়ে কাল কোনো মন্তব্য করতে চাননি নির্বাচক। ‘যত প্রশ্নের উত্তর আছে, দল ঘোষণার দিনে দেব’—এড়িয়ে যেতে চাইলেন নির্বাচক প্যানেলের এক সদস্য।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ মে রাতে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। জানা গেছে, বিশ্বকাপ দলের ১৫ জনের বাইরে অতিরিক্ত খেলোয়াড় পাঠাতে চায় না বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম সাকিব ও রিশাদ। অলক কাপালির পর বিশ্বকাপে রিশাদই বাংলাদেশের দ্বিতীয় লেগ স্পিনার। অলক খেলেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
তারুণ্যের সঙ্গে বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলে প্রতিটি পজিশনে আছে অভিজ্ঞতার দারুণ মিশ্রণও। টপ অর্ডারে অভিজ্ঞ লিটন দাস ও সৌম্য সরকারের সঙ্গে আছেন আরেক ওপেনার তরুণ তানজিদ তামিম। অধিনায়ক শান্ত তো আছেনই। মিডল অর্ডারে অভিজ্ঞ সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। লোয়ার অর্ডারে ব্যাটিং ও স্পিনে অবদান রাখতে প্রস্তুত শেখ মেহেদী ও রিশাদ। খণ্ডকালীন স্পিনার হিসেবে মাহমুদউল্লাহ তো আছেনই।
সূত্র জানিয়েছে, বিশ্বকাপের দলই হবে যুক্তরাষ্ট্র সিরিজের দল। অতিরিক্ত খেলোয়াড় পাঠানো হবে কি না, এ ব্যাপারে গতকালও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে খেলাটা যেহেতু যুক্তরাষ্ট্র-ক্যারিবীয় দ্বীপে, ভ্রমণ ঝক্কির কথা বিবেচনা করে অতিরিক্ত খেলোয়াড় নেওয়ার পক্ষে নির্বাচকেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে সিরিজ শেষ হচ্ছে আজ। গত কদিনে অধিনায়ক-কোচের সঙ্গে একাধিক সভা হয়েছে নির্বাচক প্যানেলের। তাঁদের মত নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল চূড়ান্ত নির্বাচকদের। রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন হয়ে গেলেই আনুষ্ঠানিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার কথা আগামীকাল।
বিশ্বকাপ দলে কারা থাকছেন, এমন ১৩-১৪ জন খেলোয়াড়ের নাম অনায়াসে বলে দেওয়া যাচ্ছিল আগে থেকেই। আলোচনা ছিল এক-দুটি জায়গা নিয়ে। গতকাল বিসিবির এক নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘আগামী পরশু (আগামীকাল) ঘোষণা হবে বিশ্বকাপের দল। আমাদের দল চূড়ান্ত।’ লম্বা সময় পর ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন পেয়েছেন বিশ্বকাপ দলের টিকিট, জিম্বাবুয়ে সিরিজের শুরুতেই সেটি জানা গেছে। একটি জায়গা নিয়ে বেশ কথা হচ্ছিল। সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের সঙ্গে একজন বাড়তি স্পিনার নাকি তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিনের সঙ্গে পঞ্চম পেসার নিয়ে যাবে বাংলাদেশ।
দলীয় সূত্রে জানা গেছে, পঞ্চম পেসার হিসেবে যুব বিশ্বকাপজয়ী তানজিম সাকিবের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে ‘দর্শক’ হয়ে দেখতে হতে পারে ২০ ওভারের বিশ্বকাপ। তাঁকে অবশ্য এই জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। পাঁচ পেসার নেওয়ার যুক্তি নিয়ে বিসিবি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে পেসাররা সাধারণত বেশি সুবিধা পেয়ে থাকেন। আর যুক্তরাষ্ট্রের ড্রপ-ইন-উইকেট যেহেতু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, উইকেট অনেকটা অজি কন্ডিশনের মতোই হতে পারে। সে কারণে পেস বিভাগ শক্তিশালী রাখতে চায় বাংলাদেশ দল। চোট কিংবা অন্য কোনো সমস্যায় সাকিবকে পাওয়া নিয়ে যদি কোনো সমস্যা হয়, সে ক্ষেত্রে বাঁহাতি স্পিনে বিকল্প কী হতে পারে, সেটি নিয়ে কাল কোনো মন্তব্য করতে চাননি নির্বাচক। ‘যত প্রশ্নের উত্তর আছে, দল ঘোষণার দিনে দেব’—এড়িয়ে যেতে চাইলেন নির্বাচক প্যানেলের এক সদস্য।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ মে রাতে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। জানা গেছে, বিশ্বকাপ দলের ১৫ জনের বাইরে অতিরিক্ত খেলোয়াড় পাঠাতে চায় না বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম সাকিব ও রিশাদ। অলক কাপালির পর বিশ্বকাপে রিশাদই বাংলাদেশের দ্বিতীয় লেগ স্পিনার। অলক খেলেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
তারুণ্যের সঙ্গে বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলে প্রতিটি পজিশনে আছে অভিজ্ঞতার দারুণ মিশ্রণও। টপ অর্ডারে অভিজ্ঞ লিটন দাস ও সৌম্য সরকারের সঙ্গে আছেন আরেক ওপেনার তরুণ তানজিদ তামিম। অধিনায়ক শান্ত তো আছেনই। মিডল অর্ডারে অভিজ্ঞ সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। লোয়ার অর্ডারে ব্যাটিং ও স্পিনে অবদান রাখতে প্রস্তুত শেখ মেহেদী ও রিশাদ। খণ্ডকালীন স্পিনার হিসেবে মাহমুদউল্লাহ তো আছেনই।
সূত্র জানিয়েছে, বিশ্বকাপের দলই হবে যুক্তরাষ্ট্র সিরিজের দল। অতিরিক্ত খেলোয়াড় পাঠানো হবে কি না, এ ব্যাপারে গতকালও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে খেলাটা যেহেতু যুক্তরাষ্ট্র-ক্যারিবীয় দ্বীপে, ভ্রমণ ঝক্কির কথা বিবেচনা করে অতিরিক্ত খেলোয়াড় নেওয়ার পক্ষে নির্বাচকেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে