Ajker Patrika

সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ০০
সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপিত

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা ও উপজেলাগুলোতে প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।

তালা: সাতক্ষীরার তালায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার এনামুল হক। ইউনিয়নের সমাজকর্মী তৌফিক ইমরানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ী, বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ প্রমুখ। আলোচনা শেষে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দিবসটি উদ্‌যাপনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার পরে আলোচনা সভার আয়োজন করা হয়। গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ প্রমুখ।

দেবহাটা: দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা সম্মেলন]কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনসহ উপকার ভোগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত