সিলেট সংবাদদাতা
সিলেট নগরের চাঁদনীঘাটে ‘সিলেট ইতিহাস-ঐতিহ্য জাদুঘর’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানি প্রবাসী লেখক শামছুল মজিদ চৌধুরীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। জেলা পরিষদ মিলনায়তনে সিলেট পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট ওই অনুষ্ঠানের আয়োজন করে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র।
এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সারদা হলের তৃতীয় তলায় জাদুঘর করা হবে। সেখানে হজরত শাহজালাল (রহ.) ব্যবহৃত জিনিসপত্রসহ এবং সিলেটের ইতিহাস ও ঐতিহ্য বহন করে এমন জিনিসপত্র রাখা হবে। এর পাশেই একটি হেরিটেজ মার্কেট রয়েছে। ওই মার্কেটে আবহমানকালের অনেক বিলুপ্তপ্রায় জিনিসপত্র কেনা-বেচা করা হয়। ওই মার্কেটকে উচ্ছেদ না করে এটাকে আরও যুগোপযোগী করে দেওয়া হবে।
মেয়র আরও বলেন, ‘সিলেটে অনেক বাড়ি আছে যেগুলো ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে। কিন্তু ধীরে ধীরে সেগুলো ভেঙে বহুতল ভবন করা হচ্ছে। উন্নয়ন নামে ভবনগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো রক্ষায় সিটি করপোরেশনের কোনো আইন না থাকায় রক্ষা করা যাচ্ছে না। তবে সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সিলেট সিটি করপোরেশন সব সময় সচেতন রয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, জার্মানি প্রবাসী লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকির ‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ বইটি স্থাপত্যশৈলীর জন্য অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড. কাজী আজিজুল মওলা। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কবি প্রণব কান্তি দেব।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজনীতিবিদ লোকমান আহমদ, সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমেদ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি ডা. মোস্তফা শাজামান বাহার প্রমুখ।
সিলেট নগরের চাঁদনীঘাটে ‘সিলেট ইতিহাস-ঐতিহ্য জাদুঘর’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানি প্রবাসী লেখক শামছুল মজিদ চৌধুরীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। জেলা পরিষদ মিলনায়তনে সিলেট পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট ওই অনুষ্ঠানের আয়োজন করে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র।
এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সারদা হলের তৃতীয় তলায় জাদুঘর করা হবে। সেখানে হজরত শাহজালাল (রহ.) ব্যবহৃত জিনিসপত্রসহ এবং সিলেটের ইতিহাস ও ঐতিহ্য বহন করে এমন জিনিসপত্র রাখা হবে। এর পাশেই একটি হেরিটেজ মার্কেট রয়েছে। ওই মার্কেটে আবহমানকালের অনেক বিলুপ্তপ্রায় জিনিসপত্র কেনা-বেচা করা হয়। ওই মার্কেটকে উচ্ছেদ না করে এটাকে আরও যুগোপযোগী করে দেওয়া হবে।
মেয়র আরও বলেন, ‘সিলেটে অনেক বাড়ি আছে যেগুলো ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে। কিন্তু ধীরে ধীরে সেগুলো ভেঙে বহুতল ভবন করা হচ্ছে। উন্নয়ন নামে ভবনগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো রক্ষায় সিটি করপোরেশনের কোনো আইন না থাকায় রক্ষা করা যাচ্ছে না। তবে সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সিলেট সিটি করপোরেশন সব সময় সচেতন রয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, জার্মানি প্রবাসী লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকির ‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ বইটি স্থাপত্যশৈলীর জন্য অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড. কাজী আজিজুল মওলা। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কবি প্রণব কান্তি দেব।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজনীতিবিদ লোকমান আহমদ, সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমেদ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি ডা. মোস্তফা শাজামান বাহার প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে