জাইবা জাফরিন
অনেকের স্বপ্ন শুরু থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। অনেকে হয়তোবা প্রথমবার কোথাও চান্স না পেয়ে আবার চেষ্টা করছেন এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন না অনেকেই; পূরণ হয় না স্বপ্ন। তবে সচেতনভাবে সঠিক উপায়ে পড়াশোনা করলেই স্বপ্নপূরণ সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরামর্শ তুলে ধরছি।
এ ইউনিটের অধীনে তোমরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়গুলো পড়তে পারবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের মান ১.২৫। ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। যেহেতু ৫টি ভুল উত্তরের জন্য ১ মার্কস, সেহেতু নেগেটিভ মার্কিংয়ের ভয় কম।
টাইম ম্যানেজমেন্ট
পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে; সময় থাকবে ৬০ মিনিট। পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার পাশাপাশি টাইম ম্যানেজমেন্টের দিকে লক্ষ রাখা সমানভাবে জরুরি।
কেননা অনেক সময় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারার কারণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের সংখ্যা তুলনামূলক বেশি, তাই এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া অনেক চ্যালেঞ্জিং। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন এবং নেগেটিভ মার্ক তুলনামূলক কম, তাই কম সময়ে বেশি প্রশ্নের উত্তর যারা করতে পারবে, এগিয়ে থাকবে তারাই। এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রশ্নের উত্তর দিতে কেমন সময় লাগছে তা নিজেই যাচাই করে নেওয়া। ভর্তি প্রস্তুতির শেষের দিকে প্রতিদিন এক ঘণ্টা মডেল টেস্ট প্র্যাকটিস করলে সময় নিয়ে স্পষ্ট ধারণা হয় এবং পরীক্ষাও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই শেষ হয়।
পাঠ্যবই যেভাবে পড়বে
প্রস্তুতির শুরু থেকেই মূল পাঠ্যবইয়ের খুঁটিনাটি সব বিষয় ভালোভাবে পড়তে হবে। বাংলা প্রথম পত্র পাঠ্যবই, সহপাঠ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই নিয়ে ভালো ধারণা থাকতে হবে। নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই গুরুত্বের সঙ্গে পড়তে হবে। একই সঙ্গে বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য, পদ্য পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে।
‘পড়া ভুলে যাই’
ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় কমবেশি সবাই যে সমস্যার ভুক্তভোগী তা হলো, পড়া ভুলে যাওয়া। যেহেতু পরীক্ষার সিলেবাস অনেক বড় হয় এবং খুব কম সময় থাকে হাতে, তাই এত পড়া মনে রাখাও অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তবে হতাশ না হয়ে, প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিলেক্ট করে, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এবং পড়া বিষয়গুলো বারবার অনুশীলন করতে হবে।
সাধারণ জ্ঞানে হতে হবে কৌশলী
সাধারণ জ্ঞানের সিলেবাস যেহেতু অনেক বড়, তাই সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে হতে হবে কৌশলী। এখন সাধারণ জ্ঞানের প্রশ্নের ধরনে এসেছে পরিবর্তন। তাই বিগত বছরের প্রশ্ন থেকে ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করা উত্তম। ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রশ্নও এসে থাকে, তাই এ বিষয়েও ধারণা রাখতে হবে।
জানতে হবে মৌলিক বিষয়গুলো
বাংলা ও ইংরেজির অধিকাংশ প্রশ্ন বাংলা ব্যাকরণ ও গ্রামারের মৌলিক বিষয়গুলো থেকে এসে থাকে। নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই থেকে সন্ধি, কারক, সমাস, উপসর্গ, প্রকৃতি-প্রত্যয়, ধ্বনি পরিবর্তনের মতো মৌলিক বিষয়গুলো পড়তে হবে। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে Voice, subject verb agreement, narration, transformation খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ইংরেজি অংশে memorizing, literature থেকেও প্রশ্ন এসে থাকে। তাই গুরুত্বপূর্ণ synonym, phrase, preposition পড়তে হবে গুরুত্বের সঙ্গে।
কৌশলী হলেই আসবে সফলতা
ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি পড়ার চেয়ে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে বের করা এবং সেগুলোই বারবার অনুশীলন করা। একই সঙ্গে নিজের দক্ষতা ও দুর্বলতা বুঝতে পারলে সহজ হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই যাত্রা।
জীবনের জন্য পড়াশোনা
স্বপ্নের বিশ্ববিদ্যালয় ও পছন্দের বিষয়ে পড়ার জন্য তাই চেষ্টা করতে হবে নিজের সর্বোচ্চ দিয়ে। তবে ভর্তি পরীক্ষার্থীর মানসিকভাবে সুস্থ থাকা সবচেয়ে জরুরি। অনেক সময় সর্বোচ্চ চেষ্টার পরেও পূরণ হয় না স্বপ্ন। তাই মানসিকভাবে শক্ত থেকে পরিশ্রম করতে হবে সুপরিকল্পিত উপায়ে। সবার জন্য শুভকামনা।
লেখক: ১ম স্থান, এ ইউনিট, রাবি ভর্তি পরীক্ষা ২০২১-২২
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
অনেকের স্বপ্ন শুরু থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। অনেকে হয়তোবা প্রথমবার কোথাও চান্স না পেয়ে আবার চেষ্টা করছেন এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন না অনেকেই; পূরণ হয় না স্বপ্ন। তবে সচেতনভাবে সঠিক উপায়ে পড়াশোনা করলেই স্বপ্নপূরণ সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরামর্শ তুলে ধরছি।
এ ইউনিটের অধীনে তোমরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়গুলো পড়তে পারবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের মান ১.২৫। ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। যেহেতু ৫টি ভুল উত্তরের জন্য ১ মার্কস, সেহেতু নেগেটিভ মার্কিংয়ের ভয় কম।
টাইম ম্যানেজমেন্ট
পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে; সময় থাকবে ৬০ মিনিট। পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার পাশাপাশি টাইম ম্যানেজমেন্টের দিকে লক্ষ রাখা সমানভাবে জরুরি।
কেননা অনেক সময় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারার কারণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের সংখ্যা তুলনামূলক বেশি, তাই এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া অনেক চ্যালেঞ্জিং। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন এবং নেগেটিভ মার্ক তুলনামূলক কম, তাই কম সময়ে বেশি প্রশ্নের উত্তর যারা করতে পারবে, এগিয়ে থাকবে তারাই। এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রশ্নের উত্তর দিতে কেমন সময় লাগছে তা নিজেই যাচাই করে নেওয়া। ভর্তি প্রস্তুতির শেষের দিকে প্রতিদিন এক ঘণ্টা মডেল টেস্ট প্র্যাকটিস করলে সময় নিয়ে স্পষ্ট ধারণা হয় এবং পরীক্ষাও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই শেষ হয়।
পাঠ্যবই যেভাবে পড়বে
প্রস্তুতির শুরু থেকেই মূল পাঠ্যবইয়ের খুঁটিনাটি সব বিষয় ভালোভাবে পড়তে হবে। বাংলা প্রথম পত্র পাঠ্যবই, সহপাঠ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই নিয়ে ভালো ধারণা থাকতে হবে। নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই গুরুত্বের সঙ্গে পড়তে হবে। একই সঙ্গে বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য, পদ্য পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে।
‘পড়া ভুলে যাই’
ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় কমবেশি সবাই যে সমস্যার ভুক্তভোগী তা হলো, পড়া ভুলে যাওয়া। যেহেতু পরীক্ষার সিলেবাস অনেক বড় হয় এবং খুব কম সময় থাকে হাতে, তাই এত পড়া মনে রাখাও অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তবে হতাশ না হয়ে, প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিলেক্ট করে, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এবং পড়া বিষয়গুলো বারবার অনুশীলন করতে হবে।
সাধারণ জ্ঞানে হতে হবে কৌশলী
সাধারণ জ্ঞানের সিলেবাস যেহেতু অনেক বড়, তাই সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে হতে হবে কৌশলী। এখন সাধারণ জ্ঞানের প্রশ্নের ধরনে এসেছে পরিবর্তন। তাই বিগত বছরের প্রশ্ন থেকে ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করা উত্তম। ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রশ্নও এসে থাকে, তাই এ বিষয়েও ধারণা রাখতে হবে।
জানতে হবে মৌলিক বিষয়গুলো
বাংলা ও ইংরেজির অধিকাংশ প্রশ্ন বাংলা ব্যাকরণ ও গ্রামারের মৌলিক বিষয়গুলো থেকে এসে থাকে। নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই থেকে সন্ধি, কারক, সমাস, উপসর্গ, প্রকৃতি-প্রত্যয়, ধ্বনি পরিবর্তনের মতো মৌলিক বিষয়গুলো পড়তে হবে। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে Voice, subject verb agreement, narration, transformation খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ইংরেজি অংশে memorizing, literature থেকেও প্রশ্ন এসে থাকে। তাই গুরুত্বপূর্ণ synonym, phrase, preposition পড়তে হবে গুরুত্বের সঙ্গে।
কৌশলী হলেই আসবে সফলতা
ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি পড়ার চেয়ে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে বের করা এবং সেগুলোই বারবার অনুশীলন করা। একই সঙ্গে নিজের দক্ষতা ও দুর্বলতা বুঝতে পারলে সহজ হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই যাত্রা।
জীবনের জন্য পড়াশোনা
স্বপ্নের বিশ্ববিদ্যালয় ও পছন্দের বিষয়ে পড়ার জন্য তাই চেষ্টা করতে হবে নিজের সর্বোচ্চ দিয়ে। তবে ভর্তি পরীক্ষার্থীর মানসিকভাবে সুস্থ থাকা সবচেয়ে জরুরি। অনেক সময় সর্বোচ্চ চেষ্টার পরেও পূরণ হয় না স্বপ্ন। তাই মানসিকভাবে শক্ত থেকে পরিশ্রম করতে হবে সুপরিকল্পিত উপায়ে। সবার জন্য শুভকামনা।
লেখক: ১ম স্থান, এ ইউনিট, রাবি ভর্তি পরীক্ষা ২০২১-২২
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে