Ajker Patrika

কমিশনের ওপর কোনো ভরসা নেই: তৈমুর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১২: ৪৫
কমিশনের ওপর কোনো  ভরসা নেই: তৈমুর

আজকের পত্রিকা: নির্বাচনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
তৈমুর আলম খন্দকার: রাত ২টায় ঘুমাই, আবার ফজরের সময় উঠি। বুঝতেই পারছেন কতটা চাপ নিয়ে কাজ করছি।

প্রশ্ন: সেলিনা হায়াৎ আইভী বলছেন, আপনি শামীম ওসমানের প্রার্থী। এতে ভোটের মাঠে কী প্রভাব পড়বে?
তৈমুর: এসব তাঁদের রাজনৈতিক কৌশল। এতে আমার ভোটে কোনো প্রভাব পড়বে না। বিএনপির পদস্থ নেতারা আমার সঙ্গে আছেন। শামীম ওসমানের সঙ্গে আমার আজীবনের রাজনৈতিক বিরোধ। এই শামীম আমাকে গুলি করেছে, যে দাগ এখনো আমার পায়ে আছে। তাই তৈমুর শামীমের প্রার্থী–জনগণ এমন কথা কখনো বিশ্বাস করবে না।

প্রশ্ন: বিএনপির সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারে আপনি বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আনছেন। মেয়র নির্বাচিত হতে পারলে আপনি আওয়ামী লীগে যোগ দিতে পারেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
তৈমুর: এটা ভুল কথা। আমার প্রতিদ্বন্দ্বীরা বলেন, আমি নাকি পারফেক্ট প্রতিপক্ষ নই। কিন্তু প্রধানমন্ত্রী আমার নাম ধরে বলেছিলেন, আমি উইনেবল ক্যান্ডিডেট। তাই তাঁর কথা উল্লেখ করি। আর আমি যেভাবে জনগণের জন্য নিবেদিত রয়েছি, সেই হিসেবে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ভোটার হলে তিনিও আমাকে ভোট দিতেন।

প্রশ্ন: নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী? নির্বাচন কমিশনের ওপরেই-বা ভরসা কতটুকু?
তৈমুর: নির্বাচন কমিশনের ওপর কোনো ভরসা নেই। আমি নানা অভিযোগ দিয়েও ফল পাইনি। ইভিএমে ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফল পাল্টে দেওয়া সম্ভব। তাই শঙ্কা থেকেই যাচ্ছে।

প্রশ্ন: আপনার প্রতিপক্ষরা বলছেন, আপনি মেয়র হলে নাকি সিটি করপোরেশনে বিদেশি সহায়তা বন্ধ হয়ে যাবে।
তৈমুর: উন্নয়ন কখনো কারও জন্য থেমে থাকে না। বিএনপি আমলেও অনেক প্রকল্প এই সরকার সম্পন্ন করেছে। একইভাবে বিএনপি সরকারে এসে আওয়ামী লীগের রেখে যাওয়া অনেক কাজ শেষ করেছে। তাই উন্নয়ন আটকে যাওয়ার সুযোগ নেই। আর বিদেশিরা কারও চেহারা দেখে অনুদান দেয় না। এসব প্রচারের ভিত্তি নেই।

প্রশ্ন: মেয়র নির্বাচিত হলে যানজট ও হকার সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। কীভাবে করবেন?
তৈমুর: যানজট আর হকার এমন কোনো সমস্যা না, যা সমাধান করা যাবে না। এর জন্য সব দপ্তরের সঙ্গে বসতে হবে। স্থানীয় সাংসদের সঙ্গে বসতে হবে। সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে হবে। এখানে সাংসদ সেলিম ওসমান ডিও লেটার পাঠালে সিটি করপোরেশন নির্বাহী উত্তর দেয়। এভাবে সাংসদকে ছোট করা হয়। শহরে হকার আছে ৩ হাজার। অথচ দোকান ৬০০। তাই জোরজবরদস্তি করে হকার সমস্যার সমাধান হবে না। হকার নেতাদের সঙ্গে বসে পথচারী ও হকার সকলের স্বার্থ রক্ষা করতে হবে।

প্রশ্ন: বাস ও ট্রাকস্ট্যান্ড নিয়ে আপনার পরিকল্পনা কী?
তৈমুর: মেয়র হতে পারলে দুটোই শহরের বাইরে পাঠাব। আমি বিআরটিসির চেয়ারম্যান ছিলাম। পরিবহন খাতে শৃঙ্খলা কীভাবে আনতে হয় ভালো করেই জানি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরের দায়িত্ব ভালোভাবেই সামলাতে পারব।

প্রশ্ন: শীতলক্ষ্যার দূষণ কীভাবে ঠেকানো সম্ভব?
তৈমুর: এটা খুবই সহজ। শহরের ভেতর যত কোম্পানি আছে তাদের ইটিপি বাধ্যতামূলক করব। না করলে ট্রেড লাইসেন্স বাতিল। একটু কঠোরভাবে তদারক করলেই শীতলক্ষ্যার দূষণ অর্ধেক কমে যাবে।

প্রশ্ন: নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইভী জনপ্রিয়তা পেয়েছেন। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আপনার ভূমিকা কী?
তৈমুর: আমি ও আমার পরিবার সন্ত্রাসের শিকার। সন্ত্রাস ও মাদকের বিরোধিতা করার কারণে আমার ভাইকে গুলি করে মারা হয়েছে। সন্ত্রাসবিরোধী আন্দোলন করে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। আমার কর্মী নিহত হয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, এখনো আছি।

আ. প: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
তৈমুর: আপনাকেও।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত